Download WBSSC Group D Previous Year Question Papers with detailed answers and explanations. Prepare for WBSSC Group D Exam 2025 with free PDF solutions, important questions, and expert tips. Start your preparation today with solved question papers for better results.

WBSSC Group D Question Papers with Answers
বিভাগ – I: সাধারণ জ্ঞান
১. নিম্নলিখিত কোটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
(A) স্বভোজী
(B) সর্বভূক
(C) পরভোজী
(D) মাংশাসী
সঠিক উত্তর: (A) স্বভোজী
২. রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে সেটি হল-
(A) ভিটামিন D
(B) ভিটামিন C
(C) ভিটামিন K
(D) ভিটামিন A
সঠিক উত্তর: (D) ভিটামিন A
৩. আপনার ক্যারিজ হলে, আপনি কার কাছে যাবেন?
(A) কার্ডিওলজিস্ট
(B) অর্থোপেডিক্স
(C) ডেন্টিস্ট
(D) নিউরোলজিস্ট
সঠিক উত্তর: (C) ডেন্টিস্ট
৪. ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক?
(A) কানাডা
(B) অস্ট্রেলিয়া
(C) ইটালি
(D) আয়ারল্যান্ড
সঠিক উত্তর: (B) অস্ট্রেলিয়া
৫. টোফু কিসের থেকে তৈরী হয়?
(A) কোকোয়া
(B) সয়াবিন দুধের দই
(C) দই
(D) কফি
সঠিক উত্তর: (B) সয়াবিন দুধের দই
৬. পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হল-
(A) লোহিত সাগর
(B) ডাল হ্রদ
(C) কাস্পিয়ান সাগর
(D) বৈকাল হ্রদ
সঠিক উত্তর: (D) বৈকাল হ্রদ
৭. কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?
(A) ডলফিন
(B) হংসচঞ্চু
(C) তিমি
(D) ডুগং
সঠিক উত্তর: (B) হংসচঞ্চু
৮. ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়?
(A) বি. এন. রাও
(B) ডঃ বি. আর. আম্বেদকর
(C) এন. গোপালস্বামী আয়াঙ্গর
(D) ডঃ রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: (B) ডঃ বি. আর. আম্বেদকর
৯. নিম্নলিখিত কোন্ রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়?
(A) আমাশয়
(B) টাইফয়েড
(C) কলেরা
(D) ডিপথেরিয়া
সঠিক উত্তর: (A) আমাশয়
১০. ‘বিগ-ব্যাং‘ তত্ত্ব ব্যাখ্যা করে-
(A) ব্রহ্মাণ্ডের সৃষ্টি
(B) সূর্যের সৃষ্টি
(C) মাধ্যাকর্ষণের সৃষ্টি
(D) অণুজীবের সৃষ্টি
সঠিক উত্তর: (A) ব্রহ্মাণ্ডের সৃষ্টি
১১. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল-
(A) ব্যারোমিটার
(B) হাইড্রোমিটার
(C) পলিগ্রাফ
(D) সিসমোগ্রাফ
সঠিক উত্তর: (D) সিসমোগ্রাফ
১২. পর্ণমোচী গাছে কি হয়?
(A) গ্রীষ্মে ফুল ঝরে যায়
(B) শীতে পাতা ঝরে যায়
(C) শীতে ফুল ঝরে যায়
(D) শীতে মরে যায়
সঠিক উত্তর: (B) শীতে পাতা ঝরে যায়
১৩. মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়?
(A) পুঁটি
(B) রুই
(C) গ্যাম্বুসিয়া
(D) বাটা
সঠিক উত্তর: (C) গ্যাম্বুসিয়া
১৪. ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস নিঃসরণ, যেটি হল-
(A) মিথাইল আইসোসায়ানাইট
(B) মিথাইল আইসোসায়ানেট
(C) মিথাইল আইসোসায়ানাইড
(D) মিথাইল আইসোসাইট্রেট
সঠিক উত্তর: (B) মিথাইল আইসোসায়ানেট
১৫. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?
(A) মিথেন
(B) নাইট্রাস অক্সাইড
(C) কার্বন ডাইঅক্সাইড
(D) হাইড্রোজেন
সঠিক উত্তর: (D) হাইড্রোজেন
বিভাগ – II: সাম্প্রতিক ঘটনাবলী
১৬. ‘প্লেয়িং ইট মাই ওয়ে‘ গ্রন্থটির লেখক-
(A) সুনীল গাভাসকার
(B) জি. আর. বিশ্বনাথ
(C) সচীন তেন্ডুলকর
(D) সৌরভ গাঙ্গুলী
সঠিক উত্তর: (C) সচীন তেন্ডুলকর
১৭. রাজ্য সরকারের মন্ত্রীরা যাঁর কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন-
(A) রাজ্যপাল
(B) মুখ্যমন্ত্রী
(C) বিধানসভা
(D) স্পীকার
সঠিক উত্তর: (C) বিধানসভা
১৮. মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল-
(A) 1901 সালে
(B) 1905 সালে
(C) 1910 সালে
(D) 1911 সালে
সঠিক উত্তর: (D) 1911 সালে
১৯. নিম্নের কোন্টি ক্রান্তীয় মৌসুমী ফসল?
(A) ধান
(B) গম
(C) বাজরা
(D) সরিষা
সঠিক উত্তর: (A) ধান
২০. বিশ্বভারতী অবস্থিত ____ জেলায়।
(A) পুরুলিয়া
(B) বাঁকুড়া
(C) বীরভূম
(D) মেদিনীপুর
সঠিক উত্তর: (C) বীরভূম
২১. কৌলিন্য প্রথার প্রচলন কে করেন?
(A) সামন্ত সেন
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) লক্ষ্মণ সেন
সঠিক উত্তর: (C) বল্লাল সেন
২২. ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হল-
(A) দৌড়
(B) ফুটবল
(C) কুস্তি
(D) হকি
সঠিক উত্তর: (D) হকি
২৩. এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি?
(A) সৌর বিদ্যুৎ
(B) তাপ বিদ্যুৎ
(C) পারমাণবিক বিদ্যুৎ
(D) পেট্রোলিয়াম
সঠিক উত্তর: (A) সৌর বিদ্যুৎ
২৪. গতিধারা প্রকল্পটি ____ সরকার চালু করেছে।
(A) ওড়িশা
(B) অসম
(C) পশ্চিমবঙ্গ
(D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: (C) পশ্চিমবঙ্গ
২৫. জুন, 2014 তে কেন্দ্রীয় সরকারের কোন্ মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (ADB) বোর্ড অফ গভর্নরস-এ ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন?
(A) প্রকাশ জাভড়েকার
(B) নির্মলা সীতারামন
(C) অরুণ জেটলী
(D) স্মৃতি ইরানী
সঠিক উত্তর: (C) অরুণ জেটলী
২৬. পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিকে আবর্তন করে তা হল-
(A) উত্তর থেকে দক্ষিণে
(B) দক্ষিণ থেকে উত্তরে
(C) পূর্ব থেকে পশ্চিমে
(D) পশ্চিম থেকে পূর্বে
সঠিক উত্তর: (D) পশ্চিম থেকে পূর্বে
২৭. পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন-
(A) জগদীশচন্দ্র বসু
(B) ডিরোজিও
(C) মাদার টেরেসা
(D) নেতাজি সুভাষ
সঠিক উত্তর: (C) মাদার টেরেসা
২৮. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন-
(A) নীলরতন সরকার
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) দ্বারকানাথ ঠাকুর
(D) আলামোহন দাস
সঠিক উত্তর: (B) প্রফুল্লচন্দ্র রায়
২৯. অক্টোবর, 2014 তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন্ জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে?
(A) সর্দার প্যাটেল
(B) শ্যামাপ্রসাদ মুখার্জী
(C) সুভাষচন্দ্র বোস
(D) বি. আর. আম্বেদকর
সঠিক উত্তর: (A) সর্দার প্যাটেল
৩০. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল-
(A) কৃষি
(B) পশুপালন
(C) শিকার
(D) বাণিজ্য
সঠিক উত্তর: (A) কৃষি
বিভাগ – III: পাটিগণিত
৩১. 6598-এর সঙ্গে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
(A) 126
(B) 116
(C) 124
(D) 112
সঠিক উত্তর: (A) 126
৩২. 30 কিমি/ঘঃ বেগে চলমান একটি ট্রেন ২৭/২ সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে, ট্রেনটির দৈর্ঘ্য হবে-
(A) 112.5 মিটার
(B) 140.5 মিটার
(C) 150 মিটার
(D) 132 মিটার
সঠিক উত্তর: (A) 112.5 মিটার
৩৩. কোন্ বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে ৩ এবং ২ ভাগশেষ থাকবে?
(A) 65
(B) 68
(C) 78
(D) 11
সঠিক উত্তর: (B) 68
৩৪. 2 থেকে 12-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হল-
(A) 26
(B) 29
(C) 25
(D) 28
সঠিক উত্তর: (D) 28
৩৫. সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। ঐ ব্যক্তির জমা মূলধন কত?
(A) 22,500 টাকা
(B) 25,000 টাকা
(C) 20,000 টাকা
(D) 25,500 টাকা
সঠিক উত্তর: (B) 25,000 টাকা
৩৬. যদি 79.63 + 963.8 – x + 7.953 = 18.732 হয়, তবে x-এর মান হবে-
(A) 1070.115
(B) 1063.115
(C) 1032.651
(D) 979.214
সঠিক উত্তর: (C) 1032.651
৩৭. √(90 ÷ 0.09 × 10) এর মান হবে-
(A) 8100
(B) 100
(C) 1000
(D) 81000
সঠিক উত্তর: (B) 100
৩৮. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে-
(A) 10%
(B) 21%
(C) 25%
(D) 100%
সঠিক উত্তর: (B) 21%
৩৯. এক ব্যক্তি এবং তাঁর দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ঐ ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ঐ ব্যক্তির বর্তমান বয়স-
(A) 42 বছর
(B) 45 বছর
(C) 60 বছর
(D) 50 বছর
সঠিক উত্তর: (D) 50 বছর
৪০. একটি সংখ্যার 25%, ঐ সংখ্যার 30% থেকে 15 কম। তবে সংখ্যাটির 20% হবে-
(A) 75
(B) 60
(C) 225
(D) 65
সঠিক উত্তর: (B) 60
৪১. 564823 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল হল-
(A) 16000
(B) 160
(C) 1600
(D) 16
সঠিক উত্তর: (A) 16000
৪২. একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনী, 1/60 অংশ হলুদ এবং বাকী অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে, খুঁটিটির দৈর্ঘ্য হল-
(A) 10 মিটার
(B) 20 মিটার
(C) 16 মিটার
(D) 14 মিটার
সঠিক উত্তর: (C) 16 মিটার
৪৩. নীচের কোন্ ভগ্নাংশটি সবচেয়ে বড়?
(A) 4 2/3
(B) 4 1/6
(C) 39/12
(D) 47/12
সঠিক উত্তর: (A) 4 2/3
৪৪. 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে। তবে কতজন লোক ৪ দিনে ঐ পুকুর কাটতে পারবে?
(A) 20
(B) 40
(C) 32
(D) 36
সঠিক উত্তর: (D) 36
৪৫. 3-কে কত দিয়ে গুণ করলে (-1) পাওয়া যাবে?
(A) 1
(B)
(C) –
(D) –
সঠিক উত্তর: (C) –
WBSSC Group C 2025: পরীক্ষার সিলেবাস, যোগ্যতা, প্যাটার্ন ও বেতন বিস্তারিত