ANM & GNM Practice Set PDF Download | WB ANM & GNM 2022 Exam Important Questions-Answers |

ANM & GNM Practice Set PDF
ANM & GNM Practice Set PDF

ANM & GNM Practice Set PDF Download

 

প্রথম সেট

লাইফ সায়েন্স

1. মানুষের দেহকোষ-এ কত জোড়া
ক্রোমোজোম থাকে?

(a) 20 জোড়া (b) 21 জোড়া
(c) 22 জোড়া (d) 23 জোড়া

2. কোন ভিটামিনটি রক্ততঞ্চনে
প্রয়োজন হয়?

(a) ভিটামিন K (b) ভিটামিন
C (c) ভিটামিন E (d) ভিটামিন D

3. যে হরমােনটি অগ্ন্যাশয়
রস নিঃসরণকে উদ্দীপিত করে সেটি:

(a) ইনসুলিন (b) গ্লুকাগন
(c) সিক্রিটন (d) পেপসিন

4. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের
সাহায্যে?

(a) স্টেথোস্কোপ (b) ইলেকট্রোকার্ডিয়াম
(c) স্ফিগমোম্যানোমিটার (d) ফোনোকার্ডিওগ্রাম

5. কোনটির মধ্যে অক্সিজেন
সঞ্চয়ের ক্ষমতা রয়েছে?

(a) অ্যাকটিন (b) মায়োগ্লোবিন
(c) ল্যাকুনা (d) ফাইব্রিন

6. Origin of species by
means of Natural Selection গ্রন্থের রচয়িতা কে?

(a) ল্যামার্ক (b) ডারউইন
(c) ভাইসম্যান (d) হেকেল

7. শ্বাসনালী ফুলকা দেখা যায়
যে প্রাণীতে:

(a) মাছ (b) ব্যাঙ (c) রাজকাকড়া
(d) মশা

৪. বদ্ধ রক্তসংবহন এবং প্রবাহ
কে আবিষ্কার করেন?

(a) উইলিয়াম হার্ভে (b) ডারউইন
(c) মেন্ডেল (d) হিপোক্রিটাস

9. খরগোশের সেলুলোজ-এর পাচন
কোথায় হয়?

(a) রেকটাম-এ (b) সিকাম-এ
(c) কোলন-এ (d) ইলিয়াম-এ

10. তিমি মাছের শ্বাসযন্ত্রটি
হল:

(a) বায়ুথলি (b) ফুলকা
(C) ফুসফুস (d) ফুসফুস ও ফুলকা উভয়ই

11. নিম্নোক্ত সরীসৃপের মধ্যে
কার চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড 
আছে?

(a) টিকটিকি (b) কেউটে
(c) কচ্ছপ (d) কুমির

12. একজন সুস্থ মানুষের ফুসফুস
কতটা পরিমাণ বায়ু ধারণ করতে পারে?

(a) 1500 ml (b) 1000 ml
(c) 3000 ml (d) 500 ml

13. নীচের কোন রোগটি দ্বারা
ফুসফুস আক্রান্ত হয় না?

(a) হাঁপানি (b) নিউমোনিয়া
(c) ব্রংকাইটিস (d) পোলিও

14. কোনটির অপর নাম Lock
Jaw?

(a) ডিপথেরিয়া (b) টিটেনাস
(c) ম্যালেরিয়া (d) ডেঙ্গু

15. কোন জীবের দেহে ‘ভেনাস
হৃৎপিণ্ড দেখা যায় ?

(a) মাছে (b) ব্যাঙে (c) সাপে
(d) মশা

16. পরিণত মানুষের অস্থি সংখ্যা
কতগুলি?

(a) 196 (b) 203 (c) 206
(d) 225

17. দেহের middle man হল:

(a) লসিকা (b) রক্তরস (c)
RBC (d) WBC

18. নিকটিটেটিং মেমব্রেন দেখা
যায় কোন জীবে?

(a) সাপ (b) ব্যাঙ (c) মানুষ
(d) মাছ

19. ক্যান্সার রোগের জন্য
কোন পরীক্ষাটি করা হয়?

(a) বায়োপসি পরীক্ষা (b)
এক্স-রে পরীক্ষা (c) রক্ত পরীক্ষা (d) ইউরিন পরীক্ষা

20. ক্রোমোজোম’ কে আবিষ্কার
করেন?

(a) হেকেল (b) ডারউইন (c)
ওয়ালডেয়ার
(d) ল্যামার্ক

21. নীচের কোনটি রবার টায়ারকে
পরিত করার জন্য ব্যবহার

করা হয়?

(a) কোক (b) কোল (c) ব্ল্যাক
কার্বন
(d) গ্রাফাইট

22. ডাবের জলে কোন হরমােন
পাওয়া যায়?

(a) অক্সিন (b) ইনসুলিন
(c) জিব্বারেলিন (d) কাইনিন

23. কোন প্রজাতির গাছ শুষ্ক
স্থানে বৃদ্ধি পায় ?

(a) জেরোফাইট (b) হলোফাইট
(c) সিয়োফাইট (d) হাইড্রোফাইট

24. গ্লাইকোসুরিয়া বলতে আমরা
কী বুঝি?

(a) মূত্রে অত্যধিক পরিমাণ
সুগার
(b) মূত্রে স্বল্প পরিমাণ সুগার

(C) মূত্রে অত্যধিক পরিমাণ
কার্বোহাইড্রেট (d) মূত্রে স্বল্প পরিমাণ ফ্যাট

25. জনসংখ্যা
(Population) দিবস হল:

(a) 11 June (b) 11 July
(c)1 July (d) 13 July

 

ANM & GNM
ANM & GNM

 

ফিজিক্যাল সায়েন্স

26. কোন অ্যাসিডকে ‘অয়েল
অফ ভিট্রিয়ল’ বলে?

(a) বোরিক অ্যাসিড (b) ক্রোমিক
অ্যাসিড (c) সালফিউরিক অ্যাসিড (d) সালফিউরাস অ্যাসিড

27. যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায়
অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হল:

(a) P (b) Na (c) F (d) I

28. অনার্স CaO দ্বারা শুষ্ক
করা যায়:

(a) HCI গ্যাসকে (b) NH, গ্যাসকে
(c) co, গ্যাসকে (d) HS গ্যাসকে

29. ন্যাপথালিন-এর প্রধান
উৎস কী?

(a) ভিনিগার (b) আলকাতরা
(c) আয়রণ (d) ইউরিয়া

30. সাবান শিল্পে কোন পদার্থটি
উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যায়?

(a) ইউরিয়া (b) জিঙ্ক
(e) ম্যাগনেশিয়াম (d) গ্লিসারিন

31. সেন্টিগ্রেড স্কেলে পরম
শূন্যের মান হবে:

(a) 0°C (b) -273°C
(c)-32
° C (d) 30° C

32. পেট্রোলিয়াম হলঃ

(a) মৌল (b) যৌগ (c) মিশ্রণ
(d) পলিমার

33. হাতের সাহায্যে বস্তু
তোলার সময় হাত কীভাবে কাজ করে?

(a) প্রথম শ্রেণির লিভার
(b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) সরল যন্ত্র

34. একটি ঘড়ির স্প্রিংকে
গুটালে কী ধরনের শক্তি কাজ করে?

(a) গতিশক্তি (b) স্থিতিশক্তি
(c) তড়িৎশক্তি (d) চুম্বক শক্তি

35. একই তাপমাত্রায় দু’টি
বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হলঃ

 (a) তাপমাত্রা (b) বেগ (c) গতিশক্তি (d) রৈখিক ভরবেগ

36. কোন ধাতুকে ‘দার্শনিকের
উল’ বলা হয়?

(a) দস্তা (b) লৌহ (c) কপার
(d) অ্যালুমিনিয়াম

37. হীরার ওজন মাপার জন্য
যে একক ব্যবহার করা হয়, তাকে

বলে:

(a) ডালটন (b) ক্যারাট
(c) জুল (d) নিউটন

38. বেঞ্জিন রিং-এ ক’টি কার্বন
পরমাণু আছে?

(a) 2টি (b) 4টি (c) 6টি
(d) ৪টি

39. চাদের আকাশে কোনও বায়ুমণ্ডল
না থাকার দরুণ, 
আকাশের বর্ণ হবে:

(a) লাল (b) কালো (c) আকাশী
(d) বেগুনী

40. কোন পদার্থটি কম্পিউটারের
‘IC চিপ তৈরিতে ব্যবহার

করা হয়?

(a) স্টিল (b) অ্যালুমিনিয়াম
(c) সিলিকন (d) পারদ

 

অ্যারিথমেটিক

42. 160.6 x 20.1%-এর মান
নির্ণয় করুন:

(a) 2 (b) ৪ (c) 16 (d)
32

43. একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার,
প্রস্থ ৭ মিটার ও উচ্চতা 3 মিটার হলে চার দেওয়ালের ক্ষেত্রফল হবে:

(a) 30 বর্গমিটার (b) 40 বর্গমিটার
(c) 50 বর্গমিটার (d) 60 বর্গমিটার

44. একজন লােক ঘণ্টায় 3 কিলোমিটার
বেগে 18 কিলোমিটার, 
ঘণ্টায় ৭ কিলােমিটার বেগে
12 কিলোমিটার এবং ঘণ্টায় 2 
কিলোমিটার বেগে 6 কিলোমিটার
অতিক্রম করে। তার গড় গতিবেগ কত?

(a) 3 (b) 4 (c) 4; (d) 6

45. 62 পয়সা প্রতিমিটার হিসেবে
একটি বর্গক্ষেত্র বেড় দিতে 
42.16 টাকা খরচ হয়। প্রতি
বর্গমিটারে 2 টাকা হিসেবে ওই বর্গক্ষেত্র বাঁধাতে খরচ হয়:

(a) 578 টাকা (b) 600 টাকা
(c) 558 টাকা (d) 568 টাকা

 

জেনারেল নলেজ

46. টোডা নামক উপজাতি কোন
এলাকায় বসবাস করে?

(a) নীলগিরি পর্বত (b) সাতপুরা
পর্বত (c) ছোটনাগপুর (d) কন্যাকুমারী

47. দিল্লির কোন সুলতান তার
প্রজাদের 24 রকমের করের হাত 
থেকে অব্যাহতি দিয়েছিলেন?

(a) মুবারক শাহ খলজি (b) ফিরোজ
তুঘলক
(c) গিয়াসউদ্দিন 
তুঘলক (d) সিকন্দর লোদি

48. কোন নগরকে ভারতের প্রবেশদ্বার
বলে?

(a) কলকাতা (b) চেন্নাই
(c) দিল্লি (d) মুম্বই

49. তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে
সংঘটিত হয়?

(a) 1565 AD (b) ll93 AD
(b) 1527 AD (d) 1576 AD

50. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম
রাজ্য কোনটি?

(a) অন্ধ্রপ্রদেশ (b) কেরল
(c) বিহার (d) ঝাড়খণ্ড

 

ANM & GNM 2022 Exam Importain Question

ইংরেজি গ্রামার

51. (Using correct
article)

He was not allowed to attend
the class, as he was not wearing uniform.

(a) a (b) an (c) the (d)
No article is used

52. Identify plural word

(a) Wishes (b) Pitch (c) Daisy (d) Leaf

53. My window look the
garden.

(a) upon (b) out on (e)
in (d) at

54. Vinaj does not play
cricket and does Yashwant.

(a) so (b) also (c)
either (d) neither

55. Antonym of
susceptible is:

(a) Ineredible (b)
Immune
(e) Predictable (d) Unpredictable

56. Synonym of
‘Prognosis’ is:

(a) Diagnosis (b)
Forecast (e) Preface (d) Identity

57. Choose the correct
one:

(a) Narcisus (b)
Nanometer
(c) Napolen (d) Nanek

58. Gift left by will is
called:

(a) Alimony (b) Parimony
(c) Legacy (d) Property

59. He is too_to be
deceived easily.

(a) strong (b) modern
(c) intelligent (d) honest

60. He requested all his
class to attend his 
birthday party.

(a) comrades (b) companinus
(e) friends (d) fellows afgresta fra

61. 15: 226 :: 20: ?

(a) 400 (6) 401 (c) 200
(d) 201

64. ? 27

    21 13

(a) 64 (b) 63 (c) 49 (d)
37

65. 49 100 64

    9 36 4

    81 1 25

         ? 15

(a) 17 (b) 18 (c) 14 (d)
16

WB ANM & GNM 2022 Exam Important Questions-Answers

দ্বিতীয় সেট

লাইফ সায়েন্স

1. এন্ডেমিক উদ্ভিদ তারাই,
যারা জন্মায়:

(a) কোনও নির্দিষ্ট ভৌগোলিক
অঞ্চলে
(b) মিষ্টি জলে (c) 
ছায়াযুক্ত অঞ্চলে (d) অন্য
উদ্ভিদের ওপরে

2. কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম)
থেকে তেল পাওয়া যায় ?

(a) সর্ষে (b) তিল (c) নারকেল
(d) চিনাবাদাম

3. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল
কশেরুকার সংখ্যাঃ

(a) 18 (b) 7 (c) 25 (d)
3

4. উদ্ভিদ কোষের মূল উপাদান
যে কার্বোহাইট্রেটটি, তা হল:

(a) লিগনিন (b) স্টার্চ
(c) সুক্রোজ (d) সেলুলোজ

5. জীবকোষ প্রথম কে আবিষ্কার
করেন?

(a) লিউয়েনহুক (b) স্লেইডেন
(c) রবার্ট হুক (d) জ্যানসেন

6. কোন অঙ্গাণুকে প্রোটিন
ফ্যাক্টরি বলে?

(a) লাইসোজোম (b) রাইবোজোম
(c) সেন্ট্রোজোম (d) ক্রোমোজোম

7. রবার্ট ব্রাউন আবিষ্কার
করেছিলেন:

(a) নিউক্লিয়াস (b) প্রােটিন
(c) শ্বসন (d) কোষ

৪. ক্লোরােফিল নষ্ট হয়ে গেলে
গাছের সবুজ অংশ হলুদ হয়ে যায়। গাছের এই অবস্থাকে বলে:

(a) অটোজোম (b) ক্লোরােসিস
(C) কিউটিকল (d) জিনোম

9. আমরুলে কী অ্যাসিড থাকে?

(a) সাইট্রিক অ্যাসিড (b)
অক্সালিক অ্যাসিড
(c) ম্যালিক অ্যাসিড

(d) টার্টারিক অ্যাসিড

10. বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক
একককে কী বলা হয়?

(a) কিটোন (b) ট্যানিন
(c) নেফরন (d) বাওমান ক্যাপসুল

ll. Biodeversity’ শব্দটি
প্রবর্তন করেন:

(a) WG Rosen (6) 41 (c)
Radford (d) Candole

12. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ
আইন বলবৎ হয়েছিল কত সালে?

(a) 1972 সালে (b) 1981 সালে
(c) 1970 সালে (d) 1971 সালে

13. BCG ভ্যাকসিন দেওয়া হয়
যার বিরুদ্ধে-

(a) টিউবারকিউলোসিস (b) টাইফয়েড
(e) জলবসন্ত (d) হাম

14. গ্লাইডিং নামক গমন পদ্ধতি
দেখা যায় কার মধ্যে?

(a) মাছ (b) পাখি (c) আরশোলা
(d) বাঘ

15. রক্তকে চারটি গ্রুপে ভাগ
করেন কোন বিজ্ঞানী?

(a) ল্যান্ডস্টেইনার (b) ফ্যাঙ্ক
(c) ল্যামার্ক (d) ভাইসম্যান

16. বংশগতি বিজ্ঞানের জনক
কে?

(a) মেন্ডেল (b) ডারউইন
(c) রবার্ট হুক (d) ডু জারডিন

17. কোনটি শুধুমাত্র সজীব
কোষেই বংশবিস্তার করে?

(a) ব্যাকটেরিয়া (b) ছত্রাক
(c) ভাইরাস (d) ফণি মনসা

18. উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ
তৈরিতে ব্যবহৃত হয়:

(a) মরফিন (b) ডাটুরিন
(c) রেসারপিন (d) কোকেইন

19. কোন উদ্ভিদের কাণ্ড পত্রের
ন্যায়?

(a) পটল (b) ঝিঙে (c) উচ্ছে
(d) মটর

20. মানুষের শরীরের সবচেয়ে
বড় অস্থির নাম কী?

(a) স্টেপিস (b) ইনকাস
(c) মেলিয়াস (d) ফিমার

21. কোথায় ওজোনের উপস্থিতি
লক্ষ্য করা যায় না?

(a) মেসসাস্ফিয়ার (b) টুপপাস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার (d) ওজোনোস্ফিয়ার

22. কোন রক্ত কণিকার সংখ্যা
অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় নিউকোমিয়া হয়?

(a) WBC (b) অনুচক্রিকা
(c) RBC (d) কোনটিই নয়

23. কোষের যে অংশে শ্বসন প্রক্রিয়া
ঘটে সেটি হল:

(a) রাইবােজোম (b) মাইটোকনড্রিয়া
(c) গ্লাইকোজেন (d) গলগিবডি

24. কোন ভিটামিন-এর রাসায়নিক
নাম ‘রেটিনল’?

(a) ভিটামিন-A (b) ভিটামিন-B
(e) ভিটামিন-C (d) ভিটামিন-D

25. দেহে রোগ প্রতিরোধের জন্য
কোনটির প্রয়োজন?

(a) বেসোফিল (b) লিম্ফোসাইট
(c) নিউট্রোফিল (d) হেপারিন ফিজিক্যাল সায়েন্স

26. দুধ যখন দইয়ে পরিবর্তিত
হয়, তখন উৎপন্ন টক আস্বাদের কারণ:

(a) অ্যাসিটিক অ্যাসিড
(b) টার্মারিক অ্যাসিড (c) ল্যাকটিক 
অ্যাসিড (d) সাইট্রিক অ্যাসিড

27. ধাতু নিষ্কাশনে সর্বাধিক
ব্যবহৃত বিজারক পদার্থ হল:

(a) কাঠকয়লা (b) হাইড্রোজেন
(e) ওয়াটার গ্যাস (d) কোক

28. হীরক যে ধর্মের জন্য এটি
মূল্যবান রত্নরূপে ব্যবহৃত হয় তা-

(a) উচ্চ প্রতিসরাঙ্কের জন্য
(b) উচ্চ গলনাঙ্কের জন্য (c) কাঠিন্যের জন্য (d) উচ্চ স্ফুটনাঙ্কের জন্য

29. রুপোর জিনিস কালাে হয়ে
যাওয়ার জন্য দায়ী কোন গ্যাস?

(a) কার্বন ডাইঅক্সাইড
(b) হাইড্রোজেন সালফাইড (c) অক্সিজেন (d) মিথেন

30, জলের আণবিক গুরুত্ব কত?

(a) 18 (b) 19 (c) 20 (d)
21

31. 100 কিলোগ্রাম ভরবিশিষ্ট
কোনও বস্তুর কৃত্রিম উপগ্রহে ওজন হবে:

(a) 100 কিলােগ্রাম (b) শূন্য
(c) 200 কিলোগ্রাম (d) 300 কিলোগ্রাম

32. প্রমাণ উষ্ণতা ও চাপে
সমস্ত গ্যাসের এক গ্রাম অণুর আয়তন 
কত লিটার?

(a) 21.4 (b) 20.4 (c)
22.4
(d) 23.4

33. কোন রঙ-এর আলোর তরঙ্গদৈর্ঘ্য
সবচেয়ে বেশি?

(a) লাল আলো (b) নীল আলো
(c) সবুজ আলো (d) হলুদ আলো

34. নীচের কোন মাধ্যমে শব্দের
গতিবেগ সর্বাধিক?

(a) বায়ু (b) জল (c) শূন্য
(d) স্টিল

35. চাপ বৃদ্ধি পেলে কোনও
বস্তুর স্ফুটনাঙ্ক:

(a) বাড়বে (b) কমবে (c) একই
থাকবে (d) শূন্য হবে

36. ক্যাথোড রশ্মি কে আবিষ্কার
করেন?

(a) স্যাডউইক (b) কুকশ
(c) মেন্ডেল (d) রাদারফোর্ড

37. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার
করেন?

(a) রাদারফোর্ড (b) বেকারেল
(c) মেরিকুরি (d) পিয়ের কুরি

38. মহাকাশে রকেট উৎক্ষেপণের
প্রক্রিয়া নিউটনের কোন 
গতিসূত্র কাজ করে?

(a) প্রথম গতিসূত্র (b) দ্বিতীয়
গতিসূত্র (c) তৃতীয় গতিসূত্র (d) 
কোনওটিই নয়

39. SI পদ্ধতিতে তড়িৎ বিভবের
এককের নাম বলুন:

(a) কুলম্ব (b) অ্যার্মিনয়ার
(c) ভোল্ট (d) সেকেন্ড

40. কোন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য
সবচেয়ে কম?

(a) a রশ্মি (b) এক্স রশ্মি
(c) ৪ রশ্মি (d) রশ্মি

 

অ্যারিথমেটিক

4. A ও B এর আয়ের অনুপাত 1: 4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2; বছরের শেষে প্রত্যেকে
1600 টাকা সঞ্চয় করলে 
A-এর আয় হল:

(a) 3400 টাকা (b) 4000 টাকা
(c) 4400 টাকা (d) 3600 টাকা

42. তিন ব্যক্তির বর্তমান
বয়সের অনুপাত 4:7:9; আট বছর 
আগে ওদের বয়সের যোগফল ছিল
56; ওদের বর্তমান বয়স

(a) 20, 35, 45 (b) 8,
20, 28 (c) 16, 28, 36 (d) 20, 36, 46

43. কিছু পরিমাণ টাকা সরলসুদে
20 বছরে দ্বিগুণ হয়। যে সময়ে 
একই সুদে ওই টাকা চারগুণ হয়
তা হল:

(a) 40 বছর (b) 50 বছর
(c) 60 বছর (d) 80 বছর

44. এক ব্যক্তি তার সম্পত্তির
ঠ অংশ পুত্রকে, অংশ 
কন্যাকে ও বাকি 2700 টাকা
স্ত্রীকে দিলেন। কন্যা কত টাকা পাবে?

(a) 1400 টাকা (b) 1200 টাকা
(c) 1500 টাকা (d) 1600 টাকা

45. A-এর যোগ্যতা B-এর 4 গুণ।
একটি কাজ B, 20 দিনে সম্পূর্ণ 
করে যদি দুজনে একসঙ্গে কাজ
করে তাহলে কাজটি শেষ হয়:

(a) 4 দিনে (b) 5 দিনে
(c) 6 দিনে (d) ৪ দিনে

ANM & GNM Practice Set
ANM & GNM Practice Set

 

জেনারেল নলেজ

46. সুপ্রিম কোর্টের বিচারপতিদের
নিযুক্ত করেন।

(a) রাষ্ট্রপতি (b) ভারতের
প্রধান বিচারপতি (c) প্রধানমন্ত্রী (d) 
আইনমন্ত্রী

47. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়
সমাজতান্ত্রিক ও 
ধর্মনিরপেক্ষ শব্দে দুটি সংযোজিত
হয়েছে?

(a) 1951 সালে (b) 1976 সালে
(c) 1979 সালে (d) 1981 সালে

48. ‘ভারতের নেপোলিয়ন’ নামে
কে পরিচিত?

(a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(b) স্কন্দগুপ্ত (c) সমুদ্রগুপ্ত (d) প্রথম চন্দ্রগুপ্ত

49. বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক
কার সময় ঘটেছিল?

(a) লর্ড মেয়াে (b) লর্ড
রিপন
(c) লর্ড লিটন (d) লর্ড ডাফরিন

50. ‘গোরা লিখেছিলেন:

(a) মহাশ্বেতা দেবী (b) রবীন্দ্রনাথ
ঠাকুর
(c) সুরেন্দ্রনাথ ঠাকুর 
(d) সুকুমার রায়

 

ইংরেজি গ্রামার

51. Fill in the blanks

Samir was upset because
he ……. forgotten his bast 
friend birthday.

(a) had (b) will (c)
shall (d) have

52. Santu was bom___ a
silver spoon in his mouth 
and was very proud of
his wealth.

(a) on (b) with (e)
along (d) like

53. A good teacher
should have the gift of the gab.

(a) A talent for
speaking
(b) A talent for acting (c) A 
good personality (d) An
interest in discipline

54. His oily tongue has
won him promotion.

(a) soft speech (b) word
power (c) flattery (d) fluency 
in speech

55. This photo clearly
the difference between 
the two brothers.

(a) brings out (b)
brings in (e) brings about (d) brings 
up

56. Who will the
children when their mother is 
in the hospital?

(a) look in (b) look at
(c) look after (d) look up

57. Opposite in meaning
Furnished

(a) Refused (b) Deprived
(c) Refused (d) Altered

58. Vibrant

(a) Dull (b) Friendly
(e) Pragmatic (d) Check

59. When as animal
sleeps through the winter it is:

(a) Hindrance (b)
Hibernating
(c) Radiating (d) Tyrant

60. A piece of writing
done by hand is called a:

(a) Seript (b) copy (e)
Eassy (d) Manuscript


Download PDF File

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment