ANM(R) & GNM 2021 Question Paper | WB ANM & GNM Previous Year Question With Answer |

ANM(R) & GNM 2021 Question Paper | WB ANM & GNM Previous Year Question With Answer (Shift-2) | Download ANM & GNM Previous Year Question | Shift-1 and Shift-2 | 

WB ANM & GNM Previous Year Question
WB ANM & GNM Previous Year Question

 

ANM(R) & GNM 2021 Question Paper

(Shift-2)

LIFE SCIENCES
(জীবন বিজ্ঞান)

1. কোন উপাদানের
ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়?

(A)
প্রোটিন

(B) শর্করা

(C) ফ্যাট

(D) চিনি

2. কোন জনন পদ্ধতিতে
একটি স্বতন্ত্র জীব, অন্য কারোর সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে ?

(A)
অযৌন জনন

(B) নিষেক

(C) রেণু উৎপাদন

(D) অঙ্গজ জনন

3. AaBB থেকে কত
ধরনের গ্যামেট তৈরী হতে পারে?

(A) এক ধরনের

(B)
দুই ধরনের

(C) তিন ধরনের

(D) চার ধরনের

4. বাফারের কাজ
হল-

(A) pH এর মাত্রা
কমানো

(B) pH এর মাত্রা
বাড়ানো

(C)
pH পরিবর্তনে বাধা দেওয়া

(D) pH এর সাথে
সম্পর্কিত নয়।

5. আয়োডিনের প্রভাবে
শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয় ?

(A)
নীলাভকালো

(B) লাল

(C) সবুজ

(D) বর্ণহীন



6. JFM প্রজেক্ট
কোন রাজ্যে প্রথম চালু হয়?

(A)
পশ্চিমবঙ্গ

(B) কেরালা

(C) নাগাল্যান্ড

(D) জম্মু

7. নীচের কোনটিতে
২৩ টি ক্রোমোজোম থাকে ?

(A) স্পার্মাটোগোনিয়া

(B) ভুণানু

(C)
সেকেন্ডারী উসাইট

(D) উগোনিয়া

8. অ্যামাইলেজ
উৎসেচক কোন বিভাগের অন্তর্গত?

(A) অক্সিডোরিডাকটেজ

(B) ট্রান্সফারেজ

(C)
হাইড্রোলেজেস

(D) আইসোমারেজ

9. অল্পবৃষ্টির
মূল উপাদানটি হল –

(A) HCI 47%
H2SO4

(B) HNO2;
এবং H2So4

(D) HNO, এবং
HF

(C) HCI 97.
HF

(D) HNO, এবং
HF

10. নীচের কোন
পদ্ধতিতে পাইরিফরমিস পেশী সাহায্য করে ?

(A)
রোটেশন

(B) ফ্লেক্সন

(C) অ্যাবডাকশন

(D) অ্যাডাকশন

11. নীচের কোনটি
পতঙ্গপরগী ফুল?

(A) ধান

(B)
আম

(C) হাইড্রিলা

(D) বিগোনিয়া

12. প্রোথ্রমবিন
অন্য কোন নামে পরিচিত?

(A) ফ্যাক্টর
I

(B)
ফ্যাক্টর II

(C) ফ্যাক্টর
III

(D) ফ্যাক্টর
IV

13. মাছের বায়ুথলি
বা পটকা সম্পকে নিম্নলিখিত কোনটি যথাযথ ?

(A) সমসংস্থ অঙ্গ

(B) সমবৃত্তীয়
অঙ্গ

(C) নিস্ক্রীয়
অঙ্গ

(D)
উদস্থৈতিক অঙ্গ

14. অ্যান্টিকিটোজেনিক
হরমোনটি হল –

(A) অ্যাড্রিনালিন

(B) নর অ্যাড্রিনালিন

(C)
ইনসুলিন

(D) গ্রাগন

15. দুটি সংকর
লম্বা মটরগাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা এবং খর্ব মটরগাছি
উৎপন্ন হবে ?

(A) 50% এবং
25%

(B) 25% এবং
25%

(C)
75% এবং 25%

(D) 50% এবং
50%

16. ফণিমনসার পাতা
কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে ?

(A)
পত্রকন্টক

(B) শাখাকন্টক

(C) সূচালো উপাঙ্গ

(D) পর্ণবৃন্ত

17. নিম্নলিখিত
কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় ?

(A) সুন্দরী

(B) ক্যাকটাস

(C)
পদ্ম

(D) তুলসী

18. অঙ্গস্থানিক
পরিবর্তন হিসাবে পর্ণকান্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় ?

(A) সুন্দরী

(B)
ক্যাকটাস

(C) মটর গাছ

(D) পার্থেনিয়াম

19. নীচের কোনটি
লবণাম্বু উদ্ভিদের উদাহরণ?

(A) হাইগ্রোফিলা
(কুলেখাড়া)

(C) ওয়াটারচেষ্টনাট
(পানিফল)

(B) স্যালভিয়া

(D)
অ্যাভিসেনিয়া

20. কোশ বিভাজনের
কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয় ?

(A)
টেলোফেজ

(B) অ্যানাফেজ

(C) মেটাফেজ

(D) প্রফেজ

21. নীচের কোনটি
পেশাগত অসুস্থতা ?

(A)
অ্যাসবেসটোসিস

(C) অ্যামিবিক
ডিসেন্ট্রি

(B) হেপাটাইটিস

(D) ম্যালেরিয়া

22. থিবেসিয়ান
কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হল –

(A) ফুসফুসীয়
ধমনী

(B) ফুসফুসীয়
শিরা

(C)
করোনারী সাইনাস

(D) করোনারী ধমনী

23. রির্জাভ পেসমেকারটি
হল –

(C) Bundle of
His (D) Purkinje fibres

(A) SA নোড।

(B)
AV নোড।

(C) হিজের বান্ডিল

(D) পারকিনজি তন্তু

24. হিমোফিলিয়া
রোগটি নীচের কোনটির সাথে সম্পর্কিত

(A) Y – লিঙ্কড

(B) নন্ জেনেটিক

(C) অটোজোমাল

(D)
X-লিঙ্কড

25. নীচের কোন
মাধ্যমটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশী ?

(A) অ্যাকুয়াস
হিউমর

(B) ভিট্রিয়াস
হিউমর

(C)
লেন্স

(D) কর্ণিয়া



PHYSICAL
SCIENCE (ভৌত বিজ্ঞান)

26. একটি জলের
পাম্প 50 মিনিটে 6 মিটার উচচতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি
করতে পারে। পাম্পটির ক্ষমতা কত? (g = 10 m/s2)

(A)
10 Watt

(B) 30 Watt

(C) 5 Watt
(D) 15 Watt

27. নীচের সারণীতে
প্রথম স্তম্ভে দেওয়া বস্তুগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণী নামগুলির সঠিক
সামঞ্জস্য নির্ণয় কর।

বস্তু

শ্রেণী

1. নুন জল

a. মিশ্রণ

2. ধোয়া

b. ইমালশন

3. মাখন

c. দ্রবণ

4. মাটি

d. কলয়েড

(A) 1-c, 2-d, 3-b, 4-a

(C) 1-d, 2-c,
3-a, 4-b

(B) 1-a, 2-b,
3-c, 4-d

(D) 1-b, 2-d,
3-c, 4-a

28. অম্লবৃষ্টিতে
যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল

(A)
নাইট্রিক অ্যাসিড

(B) হাইড্রোক্লোরিক
অ্যাসিড

(C) সালফিউরিক
অ্যাসিড

(D) সাইট্রিক অ্যাসিড

29. মানব দেহের
চক্ষু লেন্স হল একটি

(A) অবতল লেন্স

(B)
উত্তল লেন্স

(C) সমতল দর্পণ

(D) প্রিজম

30. নিম্নলিখিত
গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারনত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?

(A) হাইড্রোজেন

(B)
নিয়ন

(C) কার্বন ডাইঅক্সাইড

(D) মিথেন

31. 0°C তাপমাত্রায়
10 g বরফকে ৪০০ ক্যালোরি তাপ প্রয়োগ করলে

(A) প্রায় অর্ধেক
বরফ গলে যাবে

(B) সব বরফ জল
হয়ে বাস্প হয়ে যাবে

(C) 10°C তাপমাত্রায়
10 g জল পাওয়া যাবে।

(D)
0
°C তাপমাত্রায় 10 g জল পাওয়া যাবে

32. একটি স্বরে
যদি 256, 400, 512 ও 630 কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি?

(A) 256 কম্পাঙ্কের
সুরটি

(B) 400 কম্পাঙ্কের
সুরটি

(C)
512 কম্পাঙ্কের সুরটি

(D) 630 কম্পাঙ্কের
সুরটি

33. এক ব্যক্তি
একটি 10 m বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড়
দ্রুতি ও মোট সরণ হবে।

(A) 1.6 m/s,
10 m

(B) 2.5 m/s,
40 m

(C) 3.2 m/s,
10 m

(D)
2.5 m/s, 0 m

34. সঠিক উত্তরটি
নির্বাচণ কর।

বিশেষ পরিস্থিতিতে
কোন বস্তুর-

(A) ভর ও ওজন দুই-ই
শূন্য হতে পারে।

(B) ভর শূন্য হতে
পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না।

(C)
ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে।

(D) ভর বা ওজন
কোনােটিই শূন্য হতে পারে না।

35. একটি বন্দুক
থেকে 20 g ভরের একটি বুলেট ছোড়া হল। বুলেটটি 100 m/s বেগে একটি বালির বস্তাকে আঘাত
করে বস্তার মধ্যে 10 cm দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির উপর বালির প্রতিরোধ বল কত ছিল?

(A)
1000 N

(B) 100 N

(C) 200 N

(D) 500 dyne

36. ‘নিউটন’ কিসের
একক ?

(A) ভর

(B)
বল

(C) অভিকর্ষ

(D) তড়িৎ প্রবাহ

37. সাধারণ তুলাযন্ত্র
(দাড়িপাল্লা) দিয়ে কী মাপা হয় ?

(A)
ভর

(B) ওজন

(C) বল

(D) চাপ

38. অক্সিজেন,
হাইড্রোজেন ও সালফারের আনবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2 ও 32 হয় তবে সালফিউরিক

অ্যাসিডের আনবিক
গুরুত্ব কত?

(A) 49

(B)
98

(C) 82

(D) 66

39. ছোট ছোট শিশির
বিন্দু সর্বদাই গােলােকাকার ধারণ করে। এর কারণ-

(A) স্থিতিস্থাপকতা

(B)
পৃষ্ঠটান

(C) সান্দ্রতা

(D) ঘনত্ব

40. 18Ar40, 19K40, 20C40এই তিনটি মৌলকে
বলা যায়

(A) আইসোটোপ

(B)
আইসোবার

(C) আইসোটোন

(D) আইসোকেম



ARITHMETIC (পাটীগণিত)

41. একটি ঘনকের
সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D -এর সম্পর্ক হল-

(A) S = 6D2

(B) 3S = 7D

(C) S3 = D2

(D)
D2 = S/2

42. 5, 10, 15
ও 25 -এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে?

(A) 10

(B) 3

(C)
5

(D) 7

43. 400 টাকার
দুই বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?

(A) 7%

(B)
5%

(C) 10%

(D) 11%

44. একটি নিরেট
গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙ্গের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙ্গটির ব্যাসার্ধ
ও উচচতার অনুপাত কত হবে?

(A) 4:3

(B)
3:4

(C) 4:5

(D) 5:4

45. ডজন প্রতি
ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও তিনটি বেশি ডিম পাওয়া যায়। কমার আগে এক ডজন
ডিমের দাম কত ছিল?

(A)
30

(B) 24

(C) 60

(D) 48



ENGLISH
GRAMMAR (ইংরেজী ব্যাকরণ)

46. Observe
the two italicized words in the following two sentences and give your observation
by choosing any one option below.

I. A vote of
censur was passed against the Chairman

II. Every
film needs a clearance from the Censor Board

(A) Only
sentence-I is correct

(B)
Only sentence-II is correct

(C) Both
sentences I and II are correct

(D) Neither
sentence I nor sentence II is correct

47. Choose
the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete.

Ashok had to
drop his plan of going to the picnic as he had certain to keep during that
period.

(A) urgencies

(B)
preparations

(C)
commitments

(D)
arrangements

48. Fill in
the blank with the most appropriate word/ group of words to make the sentence meaningfully
complete.

I shall not
join you need me.

(A) if not

(B) if

(C) whether

(D)
unless

49. Fill in
the blank with the most appropriate word group of words to make the sentence meaningfully
complete.

His statement
is replete contradictions

(A) in

(B) of

(C) by

(D)
with

50. Find out
which part of the sentence has an error.

The blinds / deserve / our sympathy / and cooperation

(A)    (C)   (D)   (B)

51. Choose
the word, which has nearly the same meaning as OBLIGATORY.

(A) Agreeable

(B)
Required

(C) Stubborn

(D) Useful

52. Choose
the word, which is opposite in meaning to FICKLE.

(A) Tasty

(B) Quick

(C)
Constant

(D) Healthy

53. Choose
the word that can replace both the words in italics in the two given sentences.

I. The
document was declared void.

II. I felt
pity for the sickly person.

(A) Useless

(B) Defective

(C)
Invalid

(D) Weak

54. Choose
the word, which can most appropriately replace the italicized words in the
given sentence

Primitive
tales mainly comprised stories of old-time gods and heroes.

(A) ode

(B)
legend

(C) epic

(D) allegory

55. Choose
the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete.

Those who
have well their transition from village life to city life have prospered.

(A)
managed

(B) taken

(D) finalised

(C) tried

 123

GENERAL
KNOWLEDGE (সাধারণ জ্ঞান)

56. সম্রাট আলেকজান্ডার
যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল ?

(A) গুপ্ত বংশ

(C) শাক্য বংশ

(B) মৌর্য বংশ

(D)
নন্দ বংশ

57. কোন বিজ্ঞানী
তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিস্কার করেন ?

(A) আইজাক নিউটন

(B) এ্যালবার্ট
আইনস্টাইন

(C) বেঞ্জামিন
ফ্র্যাঙ্কলিন

(D) মেরি কুরী

58. মানব দেহে
হাড়ের সংখ্যা হল

(A) ২০০

(B) ২২৫

(C) ৩০৬

(D)
২০৬

59. ‘The
discovery of India’ বইটি লিখেছিলেন

(A) মহাত্মা গান্ধী

(C) ইন্দিরা গান্ধী

(B)
জহরলাল নেহেরু

(D) সত্যজিৎ রায়

60. চার মিনার
কোথায় অবস্থিত ?

(A) আমেদাবাদ

(B)
হায়দ্রাবাদ

(C) দিল্লি

LOGICAL
REASONING

61. Find the
odd one out.

(A) Year 1900

(B)
Year 2020

(C) Year 2013

(D) Year 1967

62. Find the
right option below where the two given words have the same relationship as, TRAIN
– RAILS

(A) Bus –
Driver (B) Car – Engine (C) Boat – River (D)
Cart – Horse

63. Choose
the right option which will complete the first word and begin the second word.

ST (….) PLE

(A)
rip

(B) ore

(C) ricke

(D) udent

64. Select
the right option that will replace the question mark and continue the pattern

65. Which of
the following figures does not belong to the series ?

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment