(PDF) 1000+ GK For All Exam | Impotain GK Questions-Answers 2022 All Exam |

1000+ জেনারেল
নলেজ -এর প্রশ্ন-উত্তর। যেগুলি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০০০+ জেনারেল
নলেজ যেগুলি ২০২২ পরীক্ষার জন্য অবশ্যই জানতে হবে। ১০০০+ বাছাই করা জি.কে।

    “তরুণের স্বপ্ন”-
গ্রন্থটি কে লিখেছেন?

 সুভাষচন্দ্র বসু।

গান্ধীজী কোন আন্দোলনে
‘করবো অথবা মরবো’ স্লোগানটি বলেছিলেন?

 ভারত ছাড়ো আন্দোলনের
সময়।

বন্দিবাসের যুদ্ধে
ইংরেজ সেনাপতি কে ছিলেন?

ইংরেজ সেনাপতি ছিলেন আয়ারকুট।

লাঙ্গল’ পত্রিকার সম্পাদক কে?

কবি কাজী নজরুল ইসলাম।

উত্তরবঙ্গের প্রধান
নদীটির নাম কী?

তিস্তা।

Impotain GK
Impotain GK

নীল নদের অববাহিকার
আকৃতি কেমন?

মাছের কাঁটার মতো।

‘ভারতের খনিজ ভান্ডার’
বলা হয় কোন অঞ্চলকে?

ছোটনাগপুর মালভূমি।

ভারতের উদ্যান নগরী’ কাকে বলা হয়?

বেঙ্গালুরুকে।

ভারতের সর্বনিম্ন
জনঘনত্বসম্পন্ন রাজ্য কোনটি?

অরুণাচল প্রদেশ।

ভারতের বৃহত্তম
লৌহ ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত?

ছত্রিশগড়ের ভিলাইতে।

‘জ্যাব (Jab)’
কথাটি কোন খেলার সাথে যুক্ত?

বক্সিং।

মোবাইল ফোনে ব্যবহৃত
প্রযুক্তি GSM এর পুরো কথাটি কি?

Global System for Mobile

বিবেকানন্দকে ভারতের
কি বলা হয়?

রুশো।

ভারতের প্রথম জরুরি
অবস্থা ঘোষণা করা হয় কবে?

১৯৬২ সালে।

‘শের-ই-বেঙ্গল’
নামে কে পরিচিত?

ফজলুল হক।

‘গ্রান্ড ওল্ড
ম্যান অফ ইন্ডিয়া’ নামে কাকে চিহ্নিত করা হয়?

দাদাভাই নৌরজিকে।

‘ফাদার অফদ্য নেশন’
কাকে বলা হয়?

মহাত্মা গান্ধীকে।

‘কমলাকান্ত’ নামে
কে পরিচিত?

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

টেকচাঁদ ঠাকুরের
আসল নাম কী?

প্যারীচাঁদ মিত্র।

‘ম্যান অফ আয়রন’
নামে কে চিহ্নিত?

বল্লভভাই প্যাটেল।

ভারতের কোন প্রধানমন্ত্রীর
বইয়ের প্রচ্ছদ সত্যজিৎ রায়ে-এর আঁকা?

জওহরলাল নেহেরু’র।

দাদাসাহেব ফালকের
প্রথম সম্পূর্ন চলচ্চিত্রের নাম কী?

হরিশচন্দ্র।



সিন্ধু সভ্যতার
প্রাচীন বন্দরটির নাম কী?

লোথাল।

আর্য শব্দের অর্থ
কী?

কৃষিকাজ।

ইসরো (ISRO) কতসালে
স্থাপিত হয়?

১৯৬৯ সালে।

কমিউনিজমের বাইবেল
কোন গ্রন্থকে বলা হয়?

দাস ক্যাপিটাল।

কে প্রথম পরমাণু
গঠন সম্বন্ধে আলোকপাত করেন?

রাদারফোর্ড।

পৃথিবীতে মোট মৌলিক
পদার্থের সংখ্যা কত?

১০৫ টি।

কোন ধরনের অর্থনীতিতে
ভোক্তাকে (Consumer) ‘রাজা’ হিসেবে বর্ণনা করা হয়?

ধনতান্ত্রিক অর্থনীতি।

স্বাধীন ভারতের
সরকারি ক্ষেত্রের আওতাভুক্ত প্রথম নিগাম কোনটি?

দামোদর ভ্যালি কর্পোরেশন।

চোখের সংবেদনশীল
স্তর কোনটি?

রেটিনা।

সিন্ধু সভ্যতার
আবিষ্কারক কে?

রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

“তারে জামিন পার”
চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন?

আমির খান।

ভারতীয় সংবিধানের
জনক কাকে বলা হয়?

ডঃ বি আরআম্বেদকর।

কোন শহরকে ‘ভারতের
ম্যানচেস্টার’ বলা হয়?

আহমেদাবাদ।

“ভারতের কোন
রাজ্যে গম উৎপাদনে সর্বাধিক স্থানে রয়েছে?

উত্তর প্রদেশ।

সত্যসুন্দর দাস
কার ছদ্মনাম?

মোহিতলাল মজুমদার।



মমতা বন্দ্যোপাধ্যায়ের
আত্মজীবনীর নাম কী?

উপলব্ধি।

ভারতের উত্তরতম
দরজা কোনটি?

বুলন্দ দরওয়াজা।

সীমান্ত গান্ধীর
অনুচরদের কি বলা হত?

লাল কোর্তা।

জল প্রবাহের বিচারে
পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?

আমাজন।

‘বিশ্ব খাদ্য দিবস’
কবে পালিত হয়?

16ই অক্টোবর।

ভারতের প্রথম সার্বভৌম
সম্রাট কে ছিলেন?

মহাপদ্মনন্দ।

বীরবল কার ছদ্মনাম?

প্রমথ চৌধুরী।

ভারতের সর্বপ্রথম
ব্যাংক কোনটি?

ব্যাঙ্ক অব হিন্দুস্তান।

বিশ্বজুড়ে ‘অলিম্পিক
দিবস’ পালন করা হয় কবে?

23 জুন।

ফুটবলের রাজপুত্র
কাকে বলা হয়?

দিয়াগো মারাদোনা।

হরিয়ানা হ্যারিকেন
কাকে বলা হত?

কপিলদেব নিখাঞ্জকে।

 

ভারতের প্রথম শতরানকারী
ক্রিকেটারের নাম কি?

লালা অমরনাথ।

কোন বাঙালি সর্বপ্রথম
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন?

বিজন কুমার মুখোপাধ্যায়।

কোন প্রাণীর স্নায়ুতন্ত
ফাঁপা?

মাছ

ভারি ধাতু বলা
হয় কাদের?

সোনা, রূপা, প্লাটিনাম, আয়রন ইত্যাদি।

লোকপ্রিয় নামে
কে পরিচিত?

গোপীনাথ বরদলৈ৷

ভারতবর্ষের শীতলতম
স্থান কোনটি?

দ্রাস।

‘Governance
for growth in India’- বইটির লেখক কে?

এ পি জে আবদুল কালাম।

কোন পর্বতারোহী
অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গ জয় করেন?

রেনহোল্ড মেসনার ও পিটার হেবলার।

ভারতবর্ষে প্রথম
কাগজের কল কোথায় স্থাপিত হয়?

শ্রীরামপুর।

মৌলিক অধিকার কে
রদ করতে পারেন?

রাষ্ট্রপতি।

লোকসভার প্রথম
অধ্যক্ষ কে ছিলেন?

জি ভি মাভলনকার।

পশ্চিমবঙ্গ থেকে
হওয়া ভারতের প্রথম রাষ্টপতির নাম কি?

প্রণব মুখার্জি।

ক্রিকেটের পিতামহ
কাকে বলা হয়?

W.B Grace.

পৃথিবীর সবচেয়ে
ব্যস্ততম বিমানবন্দর কোথায় অবস্থিত?

শিকাগোয়।

টোকিও শহরকে বিশ্বের
কি বলা হয়?

সবথেকে বড় শহর।

বিশ্বের সবচেয়ে
জনবহুল শহর কোনটি?

চিনের সাংহাই।

তালিকোটার যুদ্ধ
কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

১৫৫৬ খ্রীঃ।

পূর্ব ভারতের কোন
রাজ্যকে ‘মণির দেশ ও ‘ক্ষুদ্র স্বর্গ’ বলা হয়?

মনিপুর।

পৃথিবীর সবচেয়ে
বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি?

হাওয়াই দ্বীপের মোওনালোয়া।

হৃৎপিন্ডের আবরণকে
কি বলে?

পেরিকার্ডিয়াম পর্দা।

‘হরিজন’ পত্রিকার
প্রকাশক কে ছিলেন?

মহাত্মা গান্ধী।

ইউনেস্কো কাকে
‘World Heritage Site” হিসেবে ঘাোষণা করেছে?

দার্জিলিং হিল রেলওয়ে।

বরফের উপর জন্মানো
উদ্ভিদের বলে?

ক্রায়োফাইট।

বঙ্গোপসাগরের আগের
নাম কি ছিল?

পূর্ব সাগর

পৃথিবীর বৃহত্তম
বন্দর হল?

লন্ডন।

পৃথিবীর সবচেয়ে
ছোট দেশ টির নাম হল?

ভ্যাটিকান সিটি।

রবীন্দ্রনাথ কোন
রাজনীতিককে বলতেন ‘ঋতুরাজ’?

পন্ডিত জওহরলাল নেহেরু।

ব্যাডমিন্টনে প্রথম
ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন?

প্রকাশ পাড়ুকোন।



বিশ্বের সবচেয়ে
ব্যয়বহুল চলচ্চিত্র কোনটি?

টাইটানিক।

‘নাথুলা পাস’ কোথায়
অবস্থিত?

সিকিম।

ভারতের কোন রাজ্যে
সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয়?

ওড়িশা।

‘মৎসজীবীর দেশ’
কাকে বলা হয়?

নরওয়েকে।

ভারতের শস্যাগার
কাকে বলে?

পাঞ্জাব কে।

ভারতের বৃহত্তম
জেলার নাম কি?

লাদাখ।

বাংলার দুঃখ কোন
নদীকে বলা হয়?

দামোদর নদীকে।

ভারতের কোন রাজ্য
‘বাঘ রাজ্য’ হিসেবে পরিচিত?

মধ্যপ্রদেশ।

‘সবে মুনিষে পজমমা|
– উক্তিটি কার?

অশোক।

ইসলামাবাদের আগে
পাকিস্তানের রাজধানী কি ছিল?

রাওয়ালপিন্ডি।

কে কলেরার জীবাণু
আবিষ্কার করেন?

রবার্ট কক

 



WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top