1000+ জেনারেল
নলেজ -এর প্রশ্ন-উত্তর। যেগুলি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১০০০+ জেনারেল
নলেজ যেগুলি ২০২২ পরীক্ষার জন্য অবশ্যই জানতে হবে। ১০০০+ বাছাই করা জি.কে।
“তরুণের স্বপ্ন”-
গ্রন্থটি কে লিখেছেন?
⤇ সুভাষচন্দ্র বসু।
গান্ধীজী কোন আন্দোলনে
‘করবো অথবা মরবো’ স্লোগানটি বলেছিলেন?
⤇ ভারত ছাড়ো আন্দোলনের
সময়।
বন্দিবাসের যুদ্ধে
ইংরেজ সেনাপতি কে ছিলেন?
⤇ ইংরেজ সেনাপতি ছিলেন আয়ারকুট।
‘লাঙ্গল’ পত্রিকার সম্পাদক কে?
⤇ কবি কাজী নজরুল ইসলাম।
উত্তরবঙ্গের প্রধান
নদীটির নাম কী?
⤇ তিস্তা।
Impotain GK |
নীল নদের অববাহিকার
আকৃতি কেমন?
⤇ মাছের কাঁটার মতো।
‘ভারতের খনিজ ভান্ডার’
বলা হয় কোন অঞ্চলকে?
⤇ ছোটনাগপুর মালভূমি।
‘ভারতের উদ্যান নগরী’ কাকে বলা হয়?
⤇ বেঙ্গালুরুকে।
ভারতের সর্বনিম্ন
জনঘনত্বসম্পন্ন রাজ্য কোনটি?
⤇ অরুণাচল প্রদেশ।
ভারতের বৃহত্তম
লৌহ ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত?
⤇ ছত্রিশগড়ের ভিলাইতে।
‘জ্যাব (Jab)’
কথাটি কোন খেলার সাথে যুক্ত?
⤇ বক্সিং।
মোবাইল ফোনে ব্যবহৃত
প্রযুক্তি GSM এর পুরো কথাটি কি?
⤇ Global System for Mobile
বিবেকানন্দকে ভারতের
কি বলা হয়?
⤇ রুশো।
ভারতের প্রথম জরুরি
অবস্থা ঘোষণা করা হয় কবে?
⤇ ১৯৬২ সালে।
‘শের-ই-বেঙ্গল’
নামে কে পরিচিত?
⤇ ফজলুল হক।
‘গ্রান্ড ওল্ড
ম্যান অফ ইন্ডিয়া’ নামে কাকে চিহ্নিত করা হয়?
⤇ দাদাভাই নৌরজিকে।
‘ফাদার অফদ্য নেশন’
কাকে বলা হয়?
⤇ মহাত্মা গান্ধীকে।
‘কমলাকান্ত’ নামে
কে পরিচিত?
⤇ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
টেকচাঁদ ঠাকুরের
আসল নাম কী?
⤇ প্যারীচাঁদ মিত্র।
‘ম্যান অফ আয়রন’
নামে কে চিহ্নিত?
⤇ বল্লভভাই প্যাটেল।
ভারতের কোন প্রধানমন্ত্রীর
বইয়ের প্রচ্ছদ সত্যজিৎ রায়ে-এর আঁকা?
⤇ জওহরলাল নেহেরু’র।
দাদাসাহেব ফালকের
প্রথম সম্পূর্ন চলচ্চিত্রের নাম কী?
⤇ হরিশচন্দ্র।
সিন্ধু সভ্যতার
প্রাচীন বন্দরটির নাম কী?
⤇ লোথাল।
আর্য শব্দের অর্থ
কী?
⤇ কৃষিকাজ।
ইসরো (ISRO) কতসালে
স্থাপিত হয়?
⤇ ১৯৬৯ সালে।
কমিউনিজমের বাইবেল
কোন গ্রন্থকে বলা হয়?
⤇ দাস ক্যাপিটাল।
কে প্রথম পরমাণু
গঠন সম্বন্ধে আলোকপাত করেন?
⤇ রাদারফোর্ড।
পৃথিবীতে মোট মৌলিক
পদার্থের সংখ্যা কত?
⤇ ১০৫ টি।
কোন ধরনের অর্থনীতিতে
ভোক্তাকে (Consumer) ‘রাজা’ হিসেবে বর্ণনা করা হয়?
⤇ ধনতান্ত্রিক অর্থনীতি।
স্বাধীন ভারতের
সরকারি ক্ষেত্রের আওতাভুক্ত প্রথম নিগাম কোনটি?
⤇ দামোদর ভ্যালি কর্পোরেশন।
চোখের সংবেদনশীল
স্তর কোনটি?
⤇ রেটিনা।
সিন্ধু সভ্যতার
আবিষ্কারক কে?
⤇ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
“তারে জামিন পার”
চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন?
⤇ আমির খান।
ভারতীয় সংবিধানের
জনক কাকে বলা হয়?
⤇ ডঃ বি আরআম্বেদকর।
কোন শহরকে ‘ভারতের
ম্যানচেস্টার’ বলা হয়?
⤇ আহমেদাবাদ।
“ভারতের কোন
রাজ্যে গম উৎপাদনে সর্বাধিক স্থানে রয়েছে?
⤇ উত্তর প্রদেশ।
সত্যসুন্দর দাস
কার ছদ্মনাম?
⤇ মোহিতলাল মজুমদার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের
আত্মজীবনীর নাম কী?
⤇ উপলব্ধি।
ভারতের উত্তরতম
দরজা কোনটি?
⤇ বুলন্দ দরওয়াজা।
সীমান্ত গান্ধীর
অনুচরদের কি বলা হত?
⤇ লাল কোর্তা।
জল প্রবাহের বিচারে
পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
⤇ আমাজন।
‘বিশ্ব খাদ্য দিবস’
কবে পালিত হয়?
⤇ 16ই অক্টোবর।
ভারতের প্রথম সার্বভৌম
সম্রাট কে ছিলেন?
⤇ মহাপদ্মনন্দ।
বীরবল কার ছদ্মনাম?
⤇ প্রমথ চৌধুরী।
ভারতের সর্বপ্রথম
ব্যাংক কোনটি?
⤇ ব্যাঙ্ক অব হিন্দুস্তান।
বিশ্বজুড়ে ‘অলিম্পিক
দিবস’ পালন করা হয় কবে?
⤇ 23 জুন।
ফুটবলের রাজপুত্র
কাকে বলা হয়?
⤇ দিয়াগো মারাদোনা।
হরিয়ানা হ্যারিকেন
কাকে বলা হত?
⤇ কপিলদেব নিখাঞ্জকে।
ভারতের প্রথম শতরানকারী
ক্রিকেটারের নাম কি?
⤇ লালা অমরনাথ।
কোন বাঙালি সর্বপ্রথম
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন?
⤇ বিজন কুমার মুখোপাধ্যায়।
কোন প্রাণীর স্নায়ুতন্ত
ফাঁপা?
⤇ মাছ
ভারি ধাতু বলা
হয় কাদের?
⤇ সোনা, রূপা, প্লাটিনাম, আয়রন ইত্যাদি।
লোকপ্রিয় নামে
কে পরিচিত?
⤇ গোপীনাথ বরদলৈ৷
ভারতবর্ষের শীতলতম
স্থান কোনটি?
⤇ দ্রাস।
‘Governance
for growth in India’- বইটির লেখক কে?
⤇এ পি জে আবদুল কালাম।
কোন পর্বতারোহী
অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গ জয় করেন?
⤇ রেনহোল্ড মেসনার ও পিটার হেবলার।
ভারতবর্ষে প্রথম
কাগজের কল কোথায় স্থাপিত হয়?
⤇ শ্রীরামপুর।
মৌলিক অধিকার কে
রদ করতে পারেন?
⤇ রাষ্ট্রপতি।
লোকসভার প্রথম
অধ্যক্ষ কে ছিলেন?
⤇ জি ভি মাভলনকার।
পশ্চিমবঙ্গ থেকে
হওয়া ভারতের প্রথম রাষ্টপতির নাম কি?
⤇ প্রণব মুখার্জি।
ক্রিকেটের পিতামহ
কাকে বলা হয়?
⤇ W.B Grace.
পৃথিবীর সবচেয়ে
ব্যস্ততম বিমানবন্দর কোথায় অবস্থিত?
⤇ শিকাগোয়।
টোকিও শহরকে বিশ্বের
কি বলা হয়?
⤇ সবথেকে বড় শহর।
বিশ্বের সবচেয়ে
জনবহুল শহর কোনটি?
⤇ চিনের সাংহাই।
তালিকোটার যুদ্ধ
কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
⤇ ১৫৫৬ খ্রীঃ।
পূর্ব ভারতের কোন
রাজ্যকে ‘মণির দেশ ও ‘ক্ষুদ্র স্বর্গ’ বলা হয়?
⤇ মনিপুর।
পৃথিবীর সবচেয়ে
বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি?
⤇ হাওয়াই দ্বীপের মোওনালোয়া।
হৃৎপিন্ডের আবরণকে
কি বলে?
⤇ পেরিকার্ডিয়াম পর্দা।
‘হরিজন’ পত্রিকার
প্রকাশক কে ছিলেন?
⤇ মহাত্মা গান্ধী।
ইউনেস্কো কাকে
‘World Heritage Site” হিসেবে ঘাোষণা করেছে?
⤇ দার্জিলিং হিল রেলওয়ে।
বরফের উপর জন্মানো
উদ্ভিদের বলে?
⤇ ক্রায়োফাইট।
বঙ্গোপসাগরের আগের
নাম কি ছিল?
⤇ পূর্ব সাগর
পৃথিবীর বৃহত্তম
বন্দর হল?
⤇ লন্ডন।
পৃথিবীর সবচেয়ে
ছোট দেশ টির নাম হল?
⤇ ভ্যাটিকান সিটি।
রবীন্দ্রনাথ কোন
রাজনীতিককে বলতেন ‘ঋতুরাজ’?
⤇ পন্ডিত জওহরলাল নেহেরু।
ব্যাডমিন্টনে প্রথম
ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হলেন?
⤇ প্রকাশ পাড়ুকোন।
বিশ্বের সবচেয়ে
ব্যয়বহুল চলচ্চিত্র কোনটি?
⤇ টাইটানিক।
‘নাথুলা পাস’ কোথায়
অবস্থিত?
⤇ সিকিম।
ভারতের কোন রাজ্যে
সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয়?
⤇ ওড়িশা।
‘মৎসজীবীর দেশ’
কাকে বলা হয়?
⤇ নরওয়েকে।
ভারতের শস্যাগার
কাকে বলে?
⤇ পাঞ্জাব কে।
ভারতের বৃহত্তম
জেলার নাম কি?
⤇ লাদাখ।
বাংলার দুঃখ কোন
নদীকে বলা হয়?
⤇ দামোদর নদীকে।
ভারতের কোন রাজ্য
‘বাঘ রাজ্য’ হিসেবে পরিচিত?
⤇ মধ্যপ্রদেশ।
‘সবে মুনিষে পজমমা|
– উক্তিটি কার?
⤇ অশোক।
ইসলামাবাদের আগে
পাকিস্তানের রাজধানী কি ছিল?
⤇ রাওয়ালপিন্ডি।
কে কলেরার জীবাণু
আবিষ্কার করেন?
⤇ রবার্ট কক