WB ANM & GNM 5 Practice
পশ্চিমবঙ্গ
সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের অধীন রাজ্যের ৪৯টি সরকারি ও ৫৯টি
বেসরকারি নার্সিং ট্রেনিং স্কুলে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি
(এ.এন.এম)’ও ‘জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জি.এন.এম)’ কোর্সে ৭,০১৭টি
সীটে ভরতির জন্য এবার থেকে এন্ট্রান্স টেস্ট দিয়ে সফল হতে হবে। এই এন্ট্রান্স
টেষ্ট নেবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হবে অফলাইনে। এইসব
বিষয়ে (১) লাইফ সায়েন্স (নবম-দশম লেভেল পর্যন্ত) (২) ফিজিক্যাল সায়েন্স
(নবম-দশম লেভেল পর্যন্ত) (৩) অ্যারিথমেটিক (নবম-দশম লেভেল পর্যন্ত) (৪) ইংরিজি
গ্রামার (৫) জেনারেল নলেজ (৬) লজিক্যাল
রিজনিং প্রভূতি থাকবে। প্রশ্ন হবে ইংরিজি ও বাংলায়। উত্তর দিতে হবে OMR শীটে।
নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর বাদ
যাবে। এবার এ পরীক্ষায় যেমন প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই ৫ সেট প্রশ্নোত্তর নিয়ে
আলোচনা করা হয়েছে। আপনারা নীছে থাকে PDF টা ডাউনলোড করে নিতে পারেন।
WB ANM & GNM 5 Practice Set |
WB ANM & GNM 5 Practice Set PDF Download
Practice Set- 1
1. পায়রার
বায়ুথলির সংখ্যা কত?
(A) ৪টি
(B) ৩টি (c) 6টি (D) 4টি
2. একটি
ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম করুন।
(A)
টালপা (B)
একিডনা (C) টেরোপাস (D) লেমুর
3.
নিচের সাপগুলির মধ্যে কোনটি বিষহীন?
(A)
কেউটে (B)
ময়ল (C) ভাইপার (D) কোরাল
4.
মানুষের দুধ-দাঁতেররে সংখ্যা ক’টি?
(A) 28
(B) 29 (C)
20 (D) 12
5.
মহিলাদের হৃদপিণ্ডের ওজন কত?
(A) 250
গ্রাম (B)
280 গ্রাম (C) 210 গ্রাম (D) 20০
গ্রাম
6.
ফুলের পাপড়ির ফুটে ওঠা কী ধরণের চলন?
(A) ফোটোন্যাস্টি (B) হাইপোন্যাস্টি (c) পরিসাইথিমিয়া
(D) কোনোটিই নয়
7. একটি
মিথোজীবী প্রাণীর নাম করুন।
(A) লাইকেন (B) স্বর্ণলতা (C) ছত্রাক (D) কোনোটিই
নয়
৪. মটর
গাছের মূলে বসবাসকারী জীবাণু কোনটি?
(A) রাইজোবিয়াম (B) অ্যালকেনা (c)নষ্টক (D) প্লাসমোডিয়াম
9.
জলবায়ু ও আবহাওয়ার প্রকৃতি নিয়ন্ত্রণ করে
(A)
আয়নমল (B)
ফনমন্ডল (C) তাপমন্ডল (D)
শাস্তমন্ডল
10.
উদ্ভিদ খাদ্য তৈরির সময় পরিবেশে কোন গ্যাসটি ত্যাগ করে?
(A)
নাইট্রোজেন (B) কার্বন অইঅক্সাইড (C) হাইড্রোজেন (D) অক্সিজেন
11. কোন
প্রাণীর লিপ্তপদ দেখা যায়?
(A) কাকড়ায়
(B) ব্যাঙে (C) রুইমাছে (D) পায়রায়
12. কোন
গাছে ঠেসমূল দেখা যায়?
(A) গেও গাছে (B) মটর গাছে (c) কুমড়ো গাছে (D)
শিমূল গাছে
13.
হেপাটাইটিস বিল একটি-
(A) ভাইরাসঘটিত রোগ (B) ছত্রাকঘটিত রোগ (C) ব্যাকটিরিয়াঘটিত
রোগ (D) প্রোটোজোয়াঘটিত রোগ
14.
নিচের কোনটি প্রথম শ্রেণির খাদক?
(A)
সিংহ (B) বাগ (C)
ছগল (D) মানুষ
15.
আমাশয়ের জন্য দায়ী জীবাণু কোনটি?
(A)
ভিব্রিও কলেরি (B)
এন্টামিবা হিস্টোলাইটিকা (C)
প্লাসমোডিয়াম ভাইভ্যাজ (D) সালমোনেল্লা টাইফি
16.
পৃথিবীতে কবে প্রথম প্রাণের উদ্ভব ঘটে?
(A) 160
কোটি বছর আগে (B)
360 কোটি বছর আগে (c)260 কোটি বছর
আগে (D) 460 কোটি বছর আগে
17.
সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়
(A) রাতে
(B) দিনে (C) সবসময় (D) কোনোটিই নয়
18.
উদ্ভিদের কোষ বিভাজনে কোন হরমোন সাহায্য করে?
(A) ডরমিন
(B) কাইনিন (C) অক্সিন (D) জিব্বারেলিন
19.
নিচের কোন উদ্ভিদটি জলে ভেসে বেড়ায়-
(A)
কলমি (B) পদ্ম (c) হিনচা (D) কচুরিপানা
20. কেন
মাটিতে ভাললা তুলা চাষ হয়?
(A) কালো মাটিতে (B) লাল মাটিতে (C) ল্যাটেরাইট মাটিতে
(D) শারীরবৃত্তীয় মাটিতে
ANM & GNM Exam |
21. গ্লুকোজের
প্রধান উপাদান কী?
(A) CNO
(8) CNH (C)
CHO (D) NOH
22. খ্রিণহাউস
গ্যাসগুলিবায়ুমন্ডলের উষ্ণতা-
(A) হ্রাসকরে
(B) বৃদ্ধি
করে (C) একইরাখে (D) কোনোটিই নয়
23.
গাড়িতে শব্দদূষণ রোধে কী ব্যবহার করা হয়?
(A)কনভার্টার
(B)
সাইলেন্সর (C) কনডেনস (D) কনজারভার
24. মাতৃদুগ্ধের
মাধ্যমে শিশুর শরীরে ঢোকে
(A)
ফলিডল (B)
ডিডিটি (c) মালথিয়ন (D)
পি.এইচ.সি.
25.
সিলিক থেকে নিচের কোন রোগটি ঘটে?
(A)
সিফিলিস (B)
সিলিকোসিস, (C) সিলিকোজেনেসিস (D) সিফিলোজেনেসিস নি
26.
উত্তম তাপ শোষকরা হল-
(A)
দুর্বল বিকিরক (B) অ-বিক্রিক (C) উত্তম বিকিরক (D)
উচ্চ পালিশযুক্ত
27. আলোকবর্ষ
কী?
(A)
(B)
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে।
(C)
শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে।
(D) সূর্যের চারিদিকে
এক বার দুরতে পৃথিবীর যে সময় লাগে।
28. তারাদের
ঝিকিমিকিকরার কারণ কী?
(A)
এদের বিশাল দূরুত্ব ওবায়ুরকড় (B) পৃথিবীরঘূর্ণন (C) তারাদের বিশাল আকার (D) এদের বিশাল
দুরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
30.
শব্দদূষণ হয়, শব্দের (গোলমাল) মাত্রা যদি বেশি হয়
(A) 70 – 75 dB -এর
(B) 50 – 60 dB -এর
(C) 80 – 99 dB -এর
(D) 40 – 65 dB -এর
31. চৌম্বকমেরুতে বিনতি কোণ –
(A) 45° (B) 30° (C)
শূন্য (D)
900
32. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার
জন্য ব্যবহার কর হয়
(A) ক্লোরিন (B) সালফার (C) ফসফরাস (D) সিলিক
33. ভিনিগারের রাসায়নিক নাম কী?
(A) সোডিয়াম নাইট্রেট (B) লঘু
অ্যাসিটিক অ্যাসিড (C) ক্লোরাইড অফ
লাইম (D) ক্যালশিয়াম
36. বায়ুমন্ডলে কোন গ্যাস অতি-বেগুনী
রশ্মিকে শুষে নেয়?
(A) মিথেন (B) নাইট্রোজেন (C) ওজোন (D) হিলিয়াম
38. কোন
দুটি জৈব পদার্থের গন্ধক থাকে?
(A) আলু ও পেঁয়াজ (B) আদা ও পেঁয়াজ (C) পেঁয়াজ ও
রসুন (D) কোনোটিই নয়
39. লেন্স পরিমাপের যন্ত্রের নাম কী?
(A) থার্মোমিটার (B) ফ্যাকোমিটার (C) ম্যানোমিটার (D) কোনোটিই নয়
40. বাথরুমের প্যান পরিষ্কারতে কোন
অ্যাসিডব্যবহার করা হয়?
(A) সালফার ডাই অক্সাইড (B) অ্যাসেটিক
অ্যাসিড (C)
হাইড্রোক্লোরিক অ্যাসিড (D)
সালফিউরিক অ্যাসিড
ANM & GNM Exam 2022 |
41. প্রথমপাঁচটি
স্বাভাবিকসংখ্যারবর্গের গড়নির্ণয়?
(A) 11 (B) 25.5 (C)
28 (D) 45
43. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য,
প্রস্থেরচারগুণ।যদিওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয় তেব তার ক্ষেত্রফল কত?
(A) 4 বর্গ সেমি (B) 16 বর্গ সেমি (C)
40 বর্গ সেমি (D)
64 বর্গ সেমি
44. যদি xy+7y = 84 এবং x+7=3 হয়,
তবে y-এর মান কত?
(a) -4 (B) 4.9 (C) 8.4 (D) 28
45. 30 এর শতকরা কত ভাগ 27 ?
(A) 90% (B) 80% (C)
70% (D) 85%
46. Mark the one where the word is
correctly spelt.
(A) ebulient (B) ebullient (C) ebbulient (D) ebulliant Direction
Each capitalized word is followed by
a set of options. Mark the one that is opposite or nearly opposite in meaning
to the word
47. APPETITE
(A) Yearning (8) Search E (C)
Urgency (D)
Distaste
48. ARTICULATE
(A) Loud (8) Vocal (C) Silent (D) Casual Fill in the blanks with appropriate
preposition:
49. Sri Lanka is an island the south
of India.
(A) of (B) over (C) on (D) oft
50. Come and sit C (A) in (B) down
(C) by (D) into
Direction
Choose the suitable one word
substitutions from 1 the given alternatives :
51. One who eats human flesh
(A) cannibal (B) omnivore
(C) herbivore (D) carnivore
52. Fill in the blanks: My father is
in………bad mood today.
(A) a (B) an (C) the
(D) none of 5 these
53. Fill in the blanks :
The Police will the……. matter.
(A) look after (B) look in (C) look into (D) look up Choose the alternative which best
expresses the meaning of the Idiom / Phrase as your answer.
54. At a stretch
(A) in danger (B) aimlessly (C)
continuously (D) in the power of
55. Choose the one which can be
substituted for the given words/sentence. series of stars
(A) Catalogue (B) Constellation (C) Band (D) Clique
56. ইন্ডিয়ানইনডিপেন্ডেন্স
লীগ’-কেপ্রতিষ্ঠা করেন?
(A) রাসবিহারী বসু (B) সুভাষ
চন্দ্র বসু (C) মহাত্মা গান্ধী (D) জহরলাল নেহেরু
57. বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের
কোন জেলায় আছে?
(A) দার্জিলিঙ (B) কোচবিহার (C)
আলিপুরদুয়ার (D) মালদহ
58. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে
যুক্ত?
(A) ফুটবল (B) ক্রিকেট
(C) পোলো (D) ভলিবল
59. K অবস্থিত –
(A) কারাকোরাম পর্বতশ্রেণী (B) ট্রান্স
হিমালয়ে (C) কুমায়ুন হিমালয়ে (D) কেন্দ্রীয় হিমালয়ে
60. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি
কে ছিলেন?
(A) ডঃ রাজেন্দ্রপ্রসাদ (B) ডঃ
রাধাকৃষ্ণণ (C) এম. এম. হিদায়েতুল্লা (D) সর্দার বল্লভভাই প্যাটেল 61. যদি RESCUE
= 3205 ও PROBLEM = ও 8176 হয় তবে PROCURE=?
(A) 9340357 (B) 2340537 (C)$940537 (D)3904537
62.শূন্যস্থানের পদটি বের করুন EGl,
JLN, Qas,
(A) FHI (B) UWZ (C) NVX (D) TVX
63. A, B এর থেকে লম্বাও C, D-এর থেকে
লম্বা। যদি B, C-এর থেকে বেঁটে না হয় তবে কে সবথেকে লম্বা?
(A) B (B) C (C) D (D) A
64. একজন ব্যক্তি 7 কিমি পূর্বদিকে
যান। তারপর দক্ষিণদিকে ২কিমি যান। আবার বাঁদিকে ঘুরে 1 কিমি যাওয়ার পর বাঁদিকে ঘোরেন
ও 17 কিমি যান। প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে? (A) 17কিমি (B) 1৪ কিমি (C) 20 কিমি (D) 27 কিমি
65. P x এর মা। x, Z. এর স্ত্রী। Y, P
এর ভাই এবং Q. P এর স্বামী। QZ এর কে হয়?
(A) জামাই (B) শ্বশুর (C) পুত্র (D) পুত্রবধূ
- ANM & GNM Practice Set PDF Download |
- WB ANM & GNM 2022 Exam Important Questions-Answers |
- অ্যাচিভার্স (Achievers) JANUARY 2022 Full PDF Download |
- (PDF) কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক ২০২২ (Current Affairs Yearly Book 2022)
2022 ANM & GNM Exam Best Practice Set
WB ANM & GNM 2022 Exam Important Questions-Answers |
Practice Set– 2
1. আখ থেকে চিনি উৎপাদন বাড়াতে কোন
হরমোন স্প্রে করা হয় ?
(A) থাইরক্সিন (B) জিব্বেরেলিন (C) ইথিলিন (D) সাইটোকাইনি
2. কৃষিক্ষেত্রে আগাছা দমনে
সাহায্যকারী কৃত্রিম হরমোন কোনটি?
(A) সাইটোকাইনিন (B) ফ্লোরিজেন (C)
ইথিলিন (D)
কৃত্রিম অক্সিন ও শৈশবে থাইরক্সিন কম
3. ক্ষরণের ফলে কোন রোগ হয়?
(A) ক্রেটিনিজম (B) মিক্সিডিমা
(C) গলগন্ড (D) পোলিও
4. রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে
যাওয়াকে কী বলে?
(A) গ্লাইকোসুরিয়া (B)
হাইপারগ্লাইসেমিয়া (C) হাইপোগ্লাইসেমিয়া
(D) কোনোটিই নয়
5. একটি নিউরোট্রান্সমিটার হল –
(A) গ্লুকোজ (B) লিপিড (C) গাইকোজেন (D) অ্যাসিটাইল
কোলিন
6. সুস্বাদু খাবার দেখে লালাক্ষরণ হল
এক ধরনের
(A) সহজাত প্রতিবর্ত ক্রিয়া (B)
মস্তিষ্কের ক্রিয়া (C) অর্জিত প্রতিবর্ত ক্রিয়া (D) কোনোটি নয়
7. সুষুম্নকান্ডের নালীটিকে কী বলে?
(A) কেন্দ্রীয়নালী (B) নিলয় (C)
অলিন্দ (D) কোনোটিই নয়
৪. যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো
প্রবেশ করে, তাকে কী বলে?
(A) কর্ণিয়া (B) তারারন্ধ (C) কোরয়েড (D) ককলিয়া
9. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে।
(A) পৃষ্ঠপাখন (B) পুচ্ছপাখনা (C) পায়ুপাখনা (D) শ্রেণিপাখন
10. বংশবৃদ্ধির ধারক ও বাহক কোনটি?
(A) মেসোজোম (B) ক্রোমোজোম (C) পলিজোম (D) রাইবজোম 11.কলমের সাহায্যে উদ্ভিদের
জনন হল- (A) অযৌন জনন (B) কৃত্রিম অঙ্গজ জনন
(C) যৌন জনন (D) প্রাকৃতিক অঙ্গজ জনন
12. রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে
হিমোফিলিয়া হয়, সেটি হল- (A) ফ্যাক্টর VIII (B) ফ্যাক্টর IX (C) ফ্যাক্টর III (D) (A) ও (B)
উভয়ই
13. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ?
(A) রোনাল্ড রস (B) রবার্ট হুক (C) কার্ল
ল্যান্ডস্টেইনার (D) রবার্ট কখ
14. গ্লুকোমা রোগটি দেহের কোন অংশের
সঙ্গে
(A) স্তন (B) চোখ
(C) গলা (D) চামড়া
16. মানুষের রক্তে pH এর মাত্রা কত?
(A) 7.35-7, 45 (B) 6.35-745
(C) 5.35-6.45 (D) 7.35-8.45
17. একটি মিশ্রগ্রন্থির নাম কী?
(A) অগ্নাশয় (B) স্নায়ুকোষ
(C) যকৃৎ (D) কোনোটিই নয়
18. ওটোস্কোপ কোন অঙ্গ পরীক্ষার
যন্ত্র ?
(A) কান (B)
দৃষ্টিশক্তি (C) নাক (D) গলা
19. এন্টামিবা কোথায় বসবাস করে?
(A) মানুষের অন্ত্রে (B) অঙ্গজ জননে
(C) অগ্নাশয়ে (D) কোনোটিই নয়
20. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে ?
(A) 45 শতাংশ (B) 50 শতাংশ
(C) 40 শতাংশ (D) 35 শতাংশ
21. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ
হয় ?
(A) ভিটামিন বি (B) ভিটামিন ডি (C) ভিটামিন এ (D) ভিটামিন সি
22. এক বছরের শিশুর স্বাভাবিক
হৃদস্পন্দন কত বার হয়?
(A) 130-140 বার (B) 120-130
বার (C) 110-120 বার (D) 100-120 বার
23. নিচের কোনটি ব্যাকটিরিয়া ঘটিত রোগ?
(A) কালাজ্বর (B) হাম (C) টাইফয়েড (D) জলবসন্ত
24. কলেরা ভ্যাকসিন কোন রোগের জন্য
দেওয়া হয়?
(A) টিটেনাস (B) কলেরা (C) মামস (D) গুটি বসন্ত
25. ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম কী?
(A) বহিঃফুলকা (B) ফুসফুস (C)
বুকগিল (D) বুকলাং
26. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা
কত?
(A) 7 (B) ৪ (C) 9
(D) 10
27. ইলেক্ট্রিক ল্যাম্প কে আবিষ্কার
করেন?
(A) এডিসন (B)
কর্ড (C) মারকোনি (D) গ্যালিলিও
28. জৈব রসায়নে অতি প্রয়োজনীয়
গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কী ব্যবহৃত হয়?
(A) জিন্তু (B) ম্যাগনেশিয়াম (C) কপার (D) অ্যালুমিনিয়াম
29. গ্রিণহাউস গ্যাস কোনটি?
(A) হাইড্রোজেন (B) নাইট্রোজেন (C) কার্বন ডাই
অক্সাইড (D) মিথেন
30. কোন কণার ভর সবথেকে কম ?
(A)
ফোটন (B) প্রােটোন
(C) আলফা (D) বিটা
31. আলোক -তড়িৎ সূত্র কে আবিষ্কার
করেন?
(A) গ্যালিলিও (B) আইনস্টাইন (C) মরলি (D) মাইকেলসন
32. ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি
হয় তা হল-
(A) লোহা ও দস্তা (B) টিন ও সীসা (C) তামা ও সীসা (D) টিন ও অ্যালুমিনিয়াম
33. দেশলাই কাঠির ডগায় যে দাহ্য
পদার্থটি থাকে তা হল—
(A) ফসফরাস (B) সালফার (C) ম্যাঙ্গানিজ-ডাই অক্সাইড (D) পারদ
34. ভিনিগার আসলে কী?
(A) অ্যাসেটিক অ্যাসিড (B) ম্যালিক
অ্যাসিড (C) পাইরাভিক অ্যাসিড (D) সাইট্রিক অ্যাসিড
35. দুধের ঘনত্ব কোন যন্ত্রের
সাহায্যে মাপা হয়?
(A) ল্যাকটোমিটার (B) পোলারোমিটার
(C) গ্যালাকটোমিটার (D) ক্যালক্লোমিটার
36. শব্দ কোন এককে মাপা হয়?
(A) ওয়াট (B) ডেসিবেল (C) সেন্টিগ্রেড (D) জুল
37. কোষের শক্তিঘর কাকে বলে?
(A) মাইটোকনড্রিয়া (B) রাইবোজোম
(C) গলগি বডি (D) কোনোটিই নয়
38. নীচের কোনটি ধাতু নয়?
(A) সোডিয়াম (B) হিলিয়াম (C) ক্যালসিয়াম (D) সিজিয়াম
39. ইলেক্ট্রিক জেনারেটর কে আবিষ্কার
করেন?
(A) আলফা এডিসন (B).মাইকেল ফ্যারাডে (C) আলেকজেন্ডার ফ্রেমিং (D) জেমস ওয়াট
40. প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়
(A) জৈব বর্জ্য থেকে (B) তেলের খনি
থেকে (C) পেট্রোলিয়াম থেকে (D) কোনোটিই নয়
41.সরল করুন — 5-[4-(3-(3-3-6)}]
(A) 10 (B) 6 (c) 4
(D) 0
43. যদি ৪০ জন লােকে দৈনিক 6 ঘণ্টা
করে কাজকরে একটি কাজ 16 দিনে শেষ করে তাহলে
64 জন লোক দৈনিক কত ঘণ্টা কাজ করলে 15
দিনে কাজটি শেষ করবে?
(A) 7 ঘণ্টা (B) ৪ ঘণ্টা (C) 6 ঘণ্টা (D) 5 ঘণ্টা
44. কোনও আয়তাকার কাগজের দৈর্ঘ্য ও
প্রস্থের অনুপাত7:5; যদি প্রস্থ 20.5 সে.মি. হয় তবে দৈর্ঘ্য হবে?
(A) 28:7 সে.মি. (B) 27.5
সে.মি. (C) 27.৪ সে.মি. (D) 28.9 সে.মি.
45. দু’টি ট্রেনের গতিবেগের অনুপাত
7:৪. যদি দ্বিতীয় ট্রেনটির 400 কি.মি. যেতে সময় লাগে 5 ঘণ্টা, তবে প্রথম
ট্রেনটির গতিবেগ
(A) 60 কিমি/ঘণ্টা (B) 55 কিমি/ঘণ্টা (C) 70 কিমি/ঘণ্টা (D) 75 কিমি/ঘণ্টা
46. Fill in the blanks with
appropriate preposition: The old man is blind on eye.
(A) in (B) off (C) on
(D) of
47. Find out from the given words
the oppostite of “Reject’.
(A) agree (B) accept (C) embrace (D) adopt
48. Find the appropriate synonym for
thhe word Busy’,
(A) Active (B) Quiet (C)
Secure (D) Bold
49. Fill in the blank with
approprite article. This is University
(A) A (B) An
(C) The (D) None
51. The opposite of ‘legal’ is
(A) lethal (B) illegal (C) ligitimate (D) legalised
52. The noun form of ‘likely’ is
(A) like (B) likelihood (C) liked (D) liking
54. Choose the correct spelt word.
(A) Humorous (B) Humurous
(C) Humerous (D) Humarous
55. Fill in the blank: He a very
good grade in the examination.
(A) earned (B) given (C) received (D) none of these
56. টী শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) পোলো (B) ক্রিকেট (C) গলফ (D) হকি
57. ছন্দের যাদুকর কাকে বলা হয় ?
(A) মাইকেল মধুসূদন দত্ত (B)
সত্যেন্দ্রনাথ দত্ত (C)
দ্বিজেন্দ্রলাল রায় (D) কাজী নজরুল ইসলাম 58. জনগণনা কত বছর অন্তর হয় ?
(A) 5 বছর (B) 10 বছর (C) 12বছর (D) 15বছর
59. পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর
নাম কী?
(A) মমতা ব্যানার্জী (B) সুব্রত
মুখার্জী (C) ব্রাত্য বসু (D) অরূপ বিশ্বাস
60. ইয়াস’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে
কোন দেশ?
(A) মায়ানমার (B) ওমান
(C) বাংলাদেশ (D) ভারত
61. তোমার বাবার দিদির ছেলের মা তোমার
সঙ্গে সম্পর্ক কীভাবে যুক্ত?
(A) মাসি (B) পিসি
(C) দিদিমা (D) বোন
62. ভিডিও ক্যাসেট :: কম্পিউটার : ?
(A) রিল (B) রেকর্ডিং (C) ফিলম (D) ফ্লপি
63. রবিবার : মঙ্গলবার ১ এপ্রিল : ? :
?
(A) জুন (B)
জুলাই (C) মে (D) মার্চ 64. 42, 48, 60, 78, 102, ?
65. পল্লবী বাড়ি থেকে 15 কিমি পশ্চিম
দিকে গেল। তারপর বাঁদিকে বেঁকে 20 কিমি গেল। আবার সে পূর্বদিকে বেঁকে 25 কিমি গেল।
তারপর সে বেঁকে বাঁদিকে 20 কিমি গেল। এখন সে বাড়ি থেকে কত দূরে অবস্থিত ?
(A) 5 কিমি (B) 10 কিমি (c) 40 কিমি (D) ৪০ কিমি