পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Food SI পরীক্ষা পরিচালনা করে। 2024 সালের জন্য WBPSC ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা 16 মার্চ অনুষ্ঠিত হয়।

মনে রাখবেন এই প্রশ্নগুলি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। কারণ, পরীক্ষার শেষে প্রশ্নপত্র জমা দিয়ে আসতে হয়। তাই প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার্থীদের কাছ থেকে।
WBPSC Food SI 2024 পরীক্ষার GK প্রশ্ন-উত্তর
| প্রশ্ন নং | প্রশ্ন | উত্তর |
|---|---|---|
| ০১. | জল-এ যে দুটি রাসায়নিক মৌল আছে- | হাইড্রোজেন এবং অক্সিজেনের। |
| ০২. | কৈবর্ত বিদ্রোহের নেতার নাম- | দিব্য। |
| ০৩. | শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হল- | গৌড়। |
| ০৪. | আলমগীর নামে কে পরিচিত ছিলেন? | ঔরঙ্গজেব। |
| ০৫. | ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যে সালে- | ১৮৪৫ সালে। |
| ০৬. | গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়- | সালোকসংশ্লেষ। |
| ০৭. | BRICS হল- | রাষ্ট্রসমূহের গোষ্ঠী। |
| ০৮. | বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী- | কার্বন ডাইঅক্সাইড। |
| ০৯. | ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ ছিলেন- | জি. ভি. মাভালঙ্কার। |
| ১০. | ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়- | ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। |
| ১১. | “স্বরাজ আমার জন্মগত অধিকার” এই উক্তিটি কার? | বাল গঙ্গাধর তিলক। |
| ১২. | রাজ্যসভার অধ্যক্ষ হলেন- | উপরাষ্ট্রপতি। |
| ১৩. | ভিটামিন সি খাদ্যদ্রব্যে পাওয়া যায়- | পাতিলেবু। |
| ১৪. | সাধারণ লবণের রাসায়নিক নাম হল- | সোডিয়াম ক্লোরাইড। |
| ১৫. | “আনন্দমঠ” এর লেখকের এর নাম- | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। |
| ১৬. | ফা হিয়েন যার রাজত্বকালে ভারতে আসেন- | দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। |
| ১৭. | প্রথম মহিলা শাসক যিনি দিল্লিরর সিংহাসনে বসেন- | রাজিয়া। |
| ১৮. | ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়- | ১৯৫০সালে। |
| ১৯. | আইহল প্রশস্তি যার সঙ্গে যুক্ত- | দ্বিতীয় পুলকেশিন। |
| ২০. | দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ- | ক্যালশিয়াম। |
| ২১. | মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন- | পল্লব বংশ। |
| ২২. | বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে- | ৫ই জুন। |
| ২৩. | ভারতীয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন- | ভারতের রাষ্ট্রপতি। |
| ২৪. | নিম্নলিখিত খনিজ পদার্থটি রানিগঞ্জে পাওয়া যায়- | কয়লা। |
| ২৫. | মানবদেহে অস্থির সংখ্যা হল- | ২০৬টি। |
| ২৬. | আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত- | বিজ্ঞানী। |
| ২৭. | চিকিৎসক দিবস পালিত হয়- | ১লা জুলাই। |
| ২৮. | “The Story of My Experiments with Truth” এর লেখক ছিলেন- | মহাত্মা গান্ধী। |
| ২৯. | আকবর নামা’র রচয়িতা ছিলেন- | আবুল ফজল। |
| ৩০. | তরাইনের প্রথম যুদ্ধের সাল- | ১১৯১ সাল। |
| ৩১. | প্লেগ মহামারীর মূল কারণ হল- | ইঁদুর। |
| ৩২. | গাজর যে ভিটামিন গুণ –এ সমৃদ্ধ- | ভিটামিন এ। |
| ৩৩. | G-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে- | ভারত। |
| ৩৪. | ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় নিম্নলিখিত সংশোধনী ধারায়- | ৭৩তম। |
| ৩৫. | কর্ণিয়া দেহের যে অংশে অবস্থিত- | চোখ। |
| ৩৬. | স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন- | ড. এস রাধাকৃষ্ণন। |
| ৩৭. | মিনামাটা রোগের কারণ হল- | পারদ। |
| ৩৮. | নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ- | O। |
| ৩৯. | ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত- | বি. আর. আম্বেদকর। |
| ৪০. | দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত- | চা। |
| ৪১. | সিপাই বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়- | ব্যারাকপুরে। |
| ৪২. | বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে- | প্রতিধ্বনি। |
| ৪৩. | পোলিও রোগের কারণ হচ্ছে- | ভাইরাস। |
| ৪৪. | পলাশীর যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন- | সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি। |
| ৪৫. | পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? | ১৫২৬ সালে। |
| ৪৬. | ডঃ মেঘনাদ সাহা ছিলেন একজন বিখ্যাত- | পদার্থবিদ। |
| ৪৭. | আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত- | রসায়নবিদ। |
| ৪৮. | পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত- | ওড়িশা। |
| ৪৯. | ক্যাকটাস এর ভৌগলিক অবস্থান- | মরুভূমি। |
| ৫০. | ‘প্রজ্ঞান’- এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সাথে যুক্ত- | মহাকাশ বিজ্ঞান। |
WBPSC Food SI প্রশ্নপত্র ডাউনলোড Click Here




