WBSSC 2025 Life Science Question with Answer | WBSSC 2025 দ্বিতীয় পরীক্ষা প্রশ্নপত্র ও উত্তর | West Bengal SSC Solution PDF সঠিক উত্তর ও বিশদ ব্যাখ্যা। PDF ডাউনলোড লিংক সহ সমাধান এখনই পড়ুন।

WBSSC 2025 জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
১. কোয়ানোসাইট কোশের অপর নাম –
(A) ফ্লাজেলেটেড কোশ
(B) কলার কোশ
(C) অ্যামিবয়েড কোশ
(D) এপিডার্মাল কোশ
সঠিক উত্তর: (B) কলার কোশ
ব্যাখ্যা: কোয়ানোসাইট হলো পরিফেরা পর্বের (যেমন স্পঞ্জ) প্রাণীদের একটি বৈশিষ্ট্যপূর্ণ কোশ। এই কোশগুলির একটি ফ্লাজেলাকে ঘিরে কলারের মতো গঠন থাকায় এদের ‘কলার কোশ’ (Collar cell) বলা হয়। এরা প্রাণীর দেহে জলপ্রবাহ বজায় রাখতে ও খাদ্যগ্রহণ করতে সাহায্য করে।
২. মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষা এবং স্বাধীন বিন্যাসের সূত্র অনুসারে F₂ জনুর ফেনোটাইপিক অনুপাত হবে –
(A) 9:5:1:1
(B) 9:3:3:1
(C) 9:5:5:2
(D) 9:3:5:2
সঠিক উত্তর: (B) 9:3:3:1
ব্যাখ্যা: মেন্ডেলের দ্বি-সংকর জননের পরীক্ষায়, দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলি স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এর ফলে দ্বিতীয় অপত্য জনুতে (F₂ generation) চারটি ভিন্ন প্রকারের ফেনোটাইপ (বাহ্যিক বৈশিষ্ট্য) সৃষ্টি হয়, যাদের অনুপাত হয় 9:3:3:1।
৩. ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটি হল –
(A) 2n
(B) 3n
(C) n
(D) 4n
সঠিক উত্তর: (C) n
ব্যাখ্যা: ব্যক্তবীজী উদ্ভিদের শস্য (endosperm) নিষেকের পূর্বেই গঠিত হয় এবং এটি হ্যাপ্লয়েড (n) প্রকৃতির হয়। এটি সরাসরি স্ত্রীলিঙ্গধর কলা (female gametophyte) থেকে উৎপন্ন হয়। অন্যদিকে, গুপ্তবীজী উদ্ভিদের শস্য দ্বি-নিষেকের ফলে গঠিত হওয়ায় ট্রিপ্লয়েড (3n) হয়।
৪. নিম্নোক্ত কোন রঞ্জক-উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবাসি গোত্রের অন্তর্ভুক্ত?
(A) Crocus sativus
(B) Indigofera tinctoria
(C) Lawsonia inermis
(D) Rubia tinctorium
সঠিক উত্তর: (B) Indigofera tinctoria
ব্যাখ্যা: Indigofera tinctoria বা নীল গাছ থেকে নীল রঙ পাওয়া যায়। এই উদ্ভিদটি ফ্যাবাসি (Fabaceae) বা শিম্বী গোত্রের অন্তর্গত।
৫. নিম্নলিখিত কোন ভিটামিন অত্যধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপারভিটামিনোসিস হয়?
(A) ভিটামিন-C
(B) ভিটামিন-A
(C) ভিটামিন-B₁
(D) ভিটামিন-B₁₂
সঠিক উত্তর: (B) ভিটামিন-A
ব্যাখ্যা: হাইপারভিটামিনোসিস হলো দেহে ভিটামিনের মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ফলে সৃষ্ট শারীরিক সমস্যা। স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন (A, D, E, K) গুলি দেহে সঞ্চিত হতে পারে। তাই ভিটামিন-A অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হাইপারভিটামিনোসিস A হতে পারে।
৬. ‘ক্ষুধা-কেন্দ্র’ মস্তিষ্কের যে অংশে অবস্থিত –
(A) থ্যালামাস
(B) হাইপোথ্যালামাস
(C) বেসাল গ্যাংগ্লিয়া
(D) অ্যামিগডালা
সঠিক উত্তর: (B) হাইপোথ্যালামাস
ব্যাখ্যা: মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে ক্ষুধা (feeding centre) এবং তৃপ্তি (satiety centre) নিয়ন্ত্রক কেন্দ্র অবস্থিত, যা আমাদের খাওয়া নিয়ন্ত্রণ করে।
৭. যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ প্রায় নিশ্চিত করা যায়, সেটি হল –
(A) ডাইকোগ্যামি
(B) সেল্ফ-স্টেরিলিটি
(C) ক্লাইস্টোগ্যামি
(D) হার্কোগ্যামি
সঠিক উত্তর: (C) ক্লাইস্টোগ্যামি
ব্যাখ্যা: ক্লাইস্টোগ্যামি এমন একটি অবস্থা যেখানে ফুল কখনো ফোটে না বা উন্মীলিত হয় না। ফলে ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে বাধ্য হয়, যা স্বপরাগযোগকে সুনিশ্চিত করে।
৮. লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে বলা হয় –
(A) পিডোজেনেসিস
(B) নিওটেনি
(C) পার্থেনোজেনেসিস
(D) পার্থেনোকার্পি
সঠিক উত্তর: (A) পিডোজেনেসিস
ব্যাখ্যা: পিডোজেনেসিস (Paedogenesis) হলো এমন এক ধরনের জনন প্রক্রিয়া যেখানে জীব তার লার্ভা বা অপরিণত দশাতেই জননকার্য সম্পন্ন করতে সক্ষম হয়।
৯. প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী স্নায়ুকোশ –
(A) স্বোয়ান কোশ
(B) অ্যাসট্রোসাইট
(C) অলিগোডেনড্রোগ্লিয়া
(D) পিরামিডাল কোশ
সঠিক উত্তর: (A) স্বোয়ান কোশ
ব্যাখ্যা: প্রান্তীয় স্নায়ুতন্ত্রে (PNS) স্বোয়ান কোশ (Schwann cell) নিউরনের অ্যাক্সনকে ঘিরে মায়োলিন আবরণ তৈরি করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (CNS) এই কাজটি করে অলিগোডেনড্রোগ্লিয়া।
১০. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় –
(A) IAA
(B) GA₃
(C) 2,4-D
(D) Kinetin
সঠিক উত্তর: (C) 2,4-D
ব্যাখ্যা: 2,4-D (2,4-Dichlorophenoxyacetic acid) একটি কৃত্রিম অক্সিন হরমোন, যা অধিক ঘনত্বে প্রয়োগ করলে দ্বিবীজপত্রী আগাছা ধ্বংস করে। তাই এটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়।
১১. বৃক্ক থেকে উৎপন্ন হয় এমন একটি হরমোন –
(A) গ্যাসট্রিন
(B) অ্যালডোস্টেরন
(C) এরিথ্রোপোয়েটিন
(D) ADH
সঠিক উত্তর: (C) এরিথ্রোপোয়েটিন
ব্যাখ্যা: এরিথ্রোপোয়েটিন (Erythropoietin) হরমোনটি প্রধানত বৃক্ক (kidney) থেকে ক্ষরিত হয়। এটি অস্থিমজ্জাকে উদ্দীপিত করে লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে।
১২. যে চরিত্রের উপর ভিত্তি করে ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা, পাত ভাজক কলা ও পর্শুকা ভাজক কলায় শ্রেণিবিভক্ত করা হয়, তা হল –
(A) কোশ বিভাজনের তল
(B) উৎপত্তি
(C) কার্য
(D) উদ্ভিদদেহে অবস্থান
সঠিক উত্তর: (A) কোশ বিভাজনের তল
ব্যাখ্যা: কোশ বিভাজনের তলের (plane of division) ওপর ভিত্তি করে ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা হয়: মাস (পুঞ্জীভূত), প্লেট (পাত) এবং রিব (পর্শুকা) মেরিস্টেম।
১৩. বর্ণান্ধতার সংক্রমণ হয় –
(A) এক্স লিঙ্কড জিন দ্বারা
(B) এক্স-ওয়াই লিঙ্কড জিন দ্বারা
(C) ওয়াই লিঙ্কড জিন দ্বারা
(D) অটোজোমাল জিন দ্বারা
সঠিক উত্তর: (A) এক্স লিঙ্কড জিন দ্বারা
ব্যাখ্যা: বর্ণান্ধতা (Colour blindness) একটি এক্স-লিঙ্কড প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ। এর জন্য দায়ী জিনটি X ক্রোমোজোমে অবস্থান করে।
১৪. কোন প্রাণীটি ত্বকের সাহায্যে শ্বসন করে?
(A) সাপ
(B) কেঁচো
(C) হনুমান
(D) মানুষ
সঠিক উত্তর: (B) কেঁচো
ব্যাখ্যা: কেঁচো তার আর্দ্র ও পাতলা ত্বকের মাধ্যমে গ্যাসীয় আদান-প্রদান চালায়। এই প্রক্রিয়াকে কিউটিকিউলার শ্বসন (Cutaneous respiration) বলা হয়।
১৫. সিগনেট রিং দশা পাওয়া যায় –
(A) Plasmodium vivax
(B) Giardia intestinalis
(C) Leishmania donovani
(D) Trypanosoma gambiensi
সঠিক উত্তর: (A) Plasmodium vivax
ব্যাখ্যা: ম্যালেরিয়া রোগের পরজীবী Plasmodium vivax মানুষের লোহিত রক্তকণিকায় প্রবেশ করে তার জীবনচক্রের প্রাথমিক পর্যায়ে একটি আংটির মতো গঠন তৈরি করে। এই দশাকে ‘সিগনেট রিং’ দশা বলা হয়।
১৬. ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্ল্যাজেল্লার সংখ্যা হল –
(A) 1
(B) 4
(C) অসংখ্য
(D) 2
সঠিক উত্তর: (D) 2
ব্যাখ্যা: ব্রায়োফাইটা (Bryophyta) বা মস জাতীয় উদ্ভিদের শুক্রাণু (antherozoid) দ্বি-ফ্ল্যাজেলাযুক্ত (biflagellate) হয়, যা তাদের নিষেকের জন্য সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছাতে সাহায্য করে।
১৭. B-রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন –
(A) শুধুমাত্র আলফা (α)
(B) শুধুমাত্র বিটা (β)
(C) আলফা (α) এবং বিটা (β) উভয়ই
(D) কোনো অ্যাগ্লুটিনিন থাকে না
সঠিক উত্তর: (A) শুধুমাত্র আলফা (α)
ব্যাখ্যা: ABO রক্ত গ্রুপ পদ্ধতি অনুসারে, B-গ্রুপের ব্যক্তির লোহিত রক্তকণিকার উপর B-অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে (সিরামে) Anti-A বা আলফা (α) অ্যাগ্লুটিনিন থাকে।
১৮. কুফারের কোশ পাওয়া যায় –
(A) অগ্ন্যাশয়ে
(B) যকৃতে
(C) প্যারোটিড গ্রন্থিতে
(D) বৃহদন্ত্রে
সঠিক উত্তর: (B) যকৃতে
ব্যাখ্যা: কুফার কোশ (Kupffer cell) হলো এক বিশেষ ধরনের ম্যাক্রোফাজ যা যকৃতের (liver) সাইনুসয়েডে পাওয়া যায়। এরা রক্ত থেকে রোগজীবাণু ও অকেজো কোশকে অপসারিত করে।
১৯. এক-বীজযুক্ত ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায় –
(A) ফ্যাবাসি গোত্রে
(B) পোয়েসি গোত্রে
(C) সোলানেসি গোত্রে
(D) রুবিয়েসি গোত্রে
সঠিক উত্তর: (B) পোয়েসি গোত্রে
ব্যাখ্যা: ক্যারিওপসিস (Caryopsis) হলো একটি শুষ্ক, এক-বীজযুক্ত ফল যেখানে ফলত্বক ও বীজত্বক অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে। এটি পোয়েসি (Poaceae) বা ঘাস গোত্রের (যেমন – ধান, গম) বৈশিষ্ট্য।
২০. মৎস্য সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় –
(A) অফিওলজি
(B) ইকথায়োলজি
(C) হারপেটোলজি
(D) পিসিকালচার
সঠিক উত্তর: (B) ইকথায়োলজি
ব্যাখ্যা: প্রাণীবিজ্ঞানের যে শাখায় মাছ নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয়, তাকে ইকথায়োলজি (Ichthyology) বলে। পিসিকালচার হলো মাছের চাষ।
২১. নিম্নোক্ত কোন উৎসেচকটি ক্রেবস চক্রের FADH₂ উৎপাদনকারী বিক্রিয়ার অনুঘটকরূপে কাজ করে?
(A) α-কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ
(B) সাক্সিনেট ডিহাইড্রোজিনেজ
(C) ম্যালেট ডিহাইড্রোজিনেজ
(D) আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ
সঠিক উত্তর: (B) সাক্সিনেট ডিহাইড্রোজিনেজ
ব্যাখ্যা: ক্রেবস চক্রে, সাক্সিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক সাক্সিনেটকে ফিউমারেটে জারিত করে। এই বিক্রিয়াতেই এক অণু FAD বিজারিত হয়ে FADH₂ উৎপন্ন করে।
২২. লোহিত রক্তকণিকাকে 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে কী হবে?
(A) লোহিতরক্তকণিকা ফুলে উঠবে
(B) লোহিতরক্তকণিকা কুঞ্চিত হবে
(C) লোহিতরক্তকণিকার আকারের কোনো পরিবর্তন হবে না
(D) হিমোলাইসিস হবে
সঠিক উত্তর: (C) লোহিতরক্তকণিকার আকারের কোনো পরিবর্তন হবে না
ব্যাখ্যা: 0.9% NaCl দ্রবণ (নরমাল স্যালাইন) লোহিত রক্তকণিকার কোষরসের সঙ্গে আইসোটোনিক বা সমসারক। ফলে, অভিস্রবণ না ঘটায় কোষে জলের প্রবেশ বা কোষ থেকে জলের নির্গমন হয় না, এবং কোশের আকারের কোনো পরিবর্তন হয় না।
২৩. করপাস লুটিয়াম থেকে ক্ষরিত হরমোনটি হল –
(A) ইস্ট্রোজেন
(B) প্রোজেস্টেরন
(C) অক্সিটোসিন
(D) HCG
সঠিক উত্তর: (B) প্রোজেস্টেরন
ব্যাখ্যা: ডিম্বাণু নিঃসরণের পর ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের অবশিষ্ট অংশটি করপাস লুটিয়ামে (corpus luteum) পরিণত হয় এবং প্রধানত প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, যা গর্ভাবস্থা বজায় রাখতে অপরিহার্য।
২৪. ‘Y’ ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় –
(A) মিউট্যান্ট জিন
(B) সেক্সলিঙ্কড জিন
(C) অটোজোমাল জিন
(D) হোলানড্রিক জিন
সঠিক উত্তর: (D) হোলানড্রিক জিন
ব্যাখ্যা: Y ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে হোলানড্রিক জিন (holandric gene) বলা হয়। এই জিনগুলির উত্তরাধিকার শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকে (বাবা থেকে ছেলের মধ্যে সঞ্চারিত হয়)।
২৫. হিমোগ্লোবিনের O₂ বিয়োজন লেখচিত্র –
(A) ডিম্বাকার
(B) সিগময়েড আকার
(C) বৃত্তাকার
(D) হাইপারবলিক আকার
সঠিক উত্তর: (B) সিগময়েড আকার
ব্যাখ্যা: অক্সিজেনের আংশিক চাপের সাপেক্ষে হিমোগ্লোবিনের অক্সিজেন সম্পৃক্তির লেখচিত্রটি ইংরেজি ‘S’ অক্ষরের মতো বা সিগময়েড (sigmoid) আকৃতির হয়। এটি হিমোগ্লোবিনের সমবায় ধর্মী (cooperative) বন্ধনের জন্য হয়।
২৬. মসৃণ পেশী-সম্বন্ধে নিম্নের কোন বক্তব্যটি সঠিক?
(A) এটি একটি ঐচ্ছিক পেশী
(B) এটি মোটর নার্ভের উদ্দীপনায় সঙ্কুচিত হয়
(C) এটি সরেখ পেশী
(D) এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (D) এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত
ব্যাখ্যা: মসৃণ পেশী (Smooth muscle) আমাদের ইচ্ছার অধীন নয়, তাই এটি অনৈচ্ছিক পেশী। এর কার্যকারিতা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (autonomic nervous system) দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২৭. Octopus হল একটি –
(A) স্কুইড
(B) ডেভিল ফিস
(C) লোকাস্ট
(D) টাস্ক সেল
সঠিক উত্তর: (B) ডেভিল ফিস
ব্যাখ্যা: Octopus-কে তার আটটি বাহু এবং চেহারার জন্য সাধারণত ‘ডেভিল ফিস’ (Devil fish) বলা হয়। এটি মোলাস্কা পর্বের প্রাণী।
২৮. ‘অ্যারিস্টটল ল্যান্টার্ন’ পাওয়া যায় –
(A) একাইনোডার্মাটা
(B) কর্ডাটা
(C) মোলাস্কা
(D) অ্যানিলিডা
সঠিক উত্তর: (A) একাইনোডার্মাটা
ব্যাখ্যা: ‘অ্যারিস্টটল ল্যান্টার্ন’ (Aristotle’s lantern) হলো একটি জটিল চর্বণ যন্ত্র যা একাইনোডার্মাটা পর্বের একিনয়ডিয়া শ্রেণীর (যেমন – সি আর্চিন) প্রাণীদের মুখে থাকে এবং খাদ্য চিবানোর কাজে ব্যবহৃত হয়।
২৯. PCR প্রক্রিয়ায় ব্যবহৃত Taq পলিমারেজের উৎস হল –
(A) Thermus aquaticus
(B) Salmonella typhimurium
(C) Escherechia coli
(D) Vibrio cholarae
সঠিক উত্তর: (A) Thermus aquaticus
ব্যাখ্যা: PCR (Polymerase Chain Reaction) প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় DNA-এর প্রতিলিপিকরণ ঘটানো হয়। এর জন্য তাপ-সহনশীল DNA পলিমারেজ প্রয়োজন। Taq পলিমারেজ উৎসেচকটি Thermus aquaticus নামক একটি তাপপ্রেমী (thermophilic) ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়।
৩০. অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হল –
(A) জিরাম (জারলেট)
(B) বোর্দো মিশ্রণ
(C) জিনেব (ডাইথেন Z-78)
(D) ফেরবাম (ফেরমেট)
সঠিক উত্তর: (B) বোর্দো মিশ্রণ
ব্যাখ্যা: বোর্দো মিশ্রণ (Bordeaux mixture) একটি অজৈব ছত্রাকনাশক, যা কপার সালফেট, চুন এবং জল মিশিয়ে তৈরি হয়। অন্য বিকল্পগুলি জৈব ছত্রাকনাশক।
৩১. বোম্বে ডাক এবং হিলসা হল –
(A) মিঠা জলের মাছ
(B) সামুদ্রিক মাছ
(C) হাঁসের ব্রিড
(D) ভেড়ার ব্রিড
সঠিক উত্তর: (B) সামুদ্রিক মাছ
ব্যাখ্যা: বোম্বে ডাক (Bombay duck বা লোটে মাছ) এবং হিলসা (ইলিশ) উভয়ই প্রধানত সামুদ্রিক মাছ, যদিও ইলিশ মাছ প্রজননের জন্য নদীতে প্রবেশ করে।
৩২. পটকা (Air bladder) পাওয়া যায় –
(A) Scoliodon sp.
(B) Exocoetus sp.
(C) Trygon sp.
(D) Pristis sp.
সঠিক উত্তর: (B) Exocoetus sp.
ব্যাখ্যা: পটকা বা বায়ুথলি অস্থিযুক্ত মাছেদের (Osteichthyes) একটি বৈশিষ্ট্য। Exocoetus (উড়ুক্কু মাছ) একটি অস্থিযুক্ত মাছ। Scoliodon (হাঙর), Trygon (শংকর মাছ), এবং Pristis (করাত মাছ) হলো তরুণাস্থিযুক্ত মাছ (Chondrichthyes), যাদের পটকা থাকে না।
৩৩. কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে?
(A) Nitrobacter
(B) Nitrosomonas
(C) Thiobacillus
(D) Micrococcus
সঠিক উত্তর: (B) Nitrosomonas
ব্যাখ্যা: নাইট্রিফিকেশন প্রক্রিয়ার প্রথম ধাপে Nitrosomonas-এর মতো ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে (NH3) জারিত করে নাইট্রাইটে (NO2−) পরিণত করে।
৩৪. মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয় –
(A) পাইরিডক্সিন
(B) রাইবোফ্ল্যাভিন
(C) থায়ামিন
(D) সায়ানোকোবালামিন
সঠিক উত্তর: (D) সায়ানোকোবালামিন
ব্যাখ্যা: মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রধানত ভিটামিন B₁₂ (সায়ানোকোবালামিন) এবং ফলিক অ্যাসিডের (ভিটামিন B₉) অভাবে হয়। এর ফলে অস্থিমজ্জায় অস্বাভাবিক বৃহৎ ও অপরিণত লোহিত রক্তকণিকা (মেগালোব্লাস্ট) তৈরি হয়।
৩৫. ‘পোর্তুগিজ ম্যান অফ ওয়ার’ হল –
(A) Hydra sp.
(B) Physalia sp.
(C) Obelia sp.
(D) Paramoecium sp.
সঠিক উত্তর: (B) Physalia sp.
ব্যাখ্যা: Physalia নামক নিডারিয়া পর্বের ভাসমান কলোনিকে তার আকৃতির জন্য ‘পোর্তুগিজ ম্যান অফ ওয়ার’ (Portuguese man o’ war) বলা হয়।
৩৬. নিউক্লিওলাসের প্রধান কাজ কী?
(A) DNA প্রতিলিপিকরণ
(B) রাইবোজোম সংশ্লেষ
(C) প্রোটিন প্যাকেজিং
(D) কোশ বিভাজন
সঠিক উত্তর: (B) রাইবোজোম সংশ্লেষ
ব্যাখ্যা: নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিওলাসকে ‘রাইবোজোমের কারখানা’ বলা হয় কারণ এখানেই রাইবোজোমাল RNA (rRNA) সংশ্লেষিত হয় এবং রাইবোজোমের উপ-এককগুলি গঠিত হয়।
৩৭. পৌষ্টিকনালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হল –
(A) নিউক্লিওটাইডেজ
(B) কার্বক্সিপেপটাইডেজ
(C) অ্যামাইলেজ
(D) জিলাটিনেজ
সঠিক উত্তর: (C) অ্যামাইলেজ
ব্যাখ্যা: অ্যামাইলেজ (Amylase) হলো শর্করা বা কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক। লালারসের টায়ালিন এবং অগ্ন্যাশয় রসের অ্যামাইলেজ শ্বেতসারকে ভেঙে সরল শর্করায় পরিণত করে।
৩৮. অ্যাম্বার হল –
(A) অশ্মীভূত লিগনিন
(B) অশ্মীভূত সুবেরিন
(C) অশ্মীভূত কিউটিন
(D) অশ্মীভূত রজন
সঠিক উত্তর: (D) অশ্মীভূত রজন
ব্যাখ্যা: অ্যাম্বার (Amber) হলো পাইন জাতীয় গাছের লক্ষ লক্ষ বছর ধরে জীবাশ্মীভূত বা অশ্মীভূত হওয়া রজন (fossilized resin)।
৩৯. বাস্ট তন্তু যে উদ্ভিদকলার অংশ তা হল –
(A) জাইলেম কলা
(B) ভাজক কলা
(C) ফ্লোয়েম কলা
(D) নিঃস্রাবী কলা
সঠিক উত্তর: (C) ফ্লোয়েম কলা
ব্যাখ্যা: বাস্ট তন্তু (Bast fibre) বা ফ্লোয়েম তন্তু হলো ফ্লোয়েম কলার স্ক্লেরেনকাইমা জাতীয় তন্তু যা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
৪০. বেৎজ কোশ পাওয়া যায় –
(A) পন্স
(B) থ্যালামাস
(C) লঘু মস্তিষ্ক
(D) গুরু মস্তিষ্ক
সঠিক উত্তর: (D) গুরু মস্তিষ্ক
ব্যাখ্যা: বেৎজ কোশ (Betz cell) হলো গুরুমস্তিষ্কের (Cerebrum) মোটর কর্টেক্স অঞ্চলে অবস্থিত খুব বড় আকারের পিরামিডাল নিউরোন, যা আমাদের ঐচ্ছিক পেশীর সঞ্চালন নিয়ন্ত্রণ করে।
৪১. উটের কুঁজের যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হল –
(A) স্কেলিটল
(B) অ্যারিওলার
(C) মাসকুলার
(D) অ্যাডিপোজ
সঠিক উত্তর: (D) অ্যাডিপোজ
ব্যাখ্যা: উটের কুঁজ অ্যাডিপোজ কলা (Adipose tissue) বা ফ্যাট দ্বারা পূর্ণ থাকে। এই ফ্যাটের বিপাকীয় জারণের ফলে শক্তি এবং উপজাত হিসেবে প্রচুর পরিমাণে জল উৎপন্ন হয়, যা উটকে মরুভূমিতে জল ছাড়া চলতে সাহায্য করে।
৪২. ব্যাকম্যানের বান্ডিল হৃদস্পন্দন প্রবাহ যে দিকে সঞ্চালিত করে –
(A) হিজের বান্ডিল থেকে পারকিনজি তন্তু
(B) AV নোড থেকে হিজের বান্ডিল
(C) পারকিনজি তন্তু থেকে প্যাপিলারি পেশী
(D) SA নোড থেকে AV নোড
সঠিক উত্তর: (D) SA নোড থেকে AV নোড
ব্যাখ্যা: ব্যাকম্যানের বান্ডিল (Bachmann’s bundle) SA নোড থেকে হৃদ-উদ্দীপনাকে ডান অলিন্দ থেকে বাম অলিন্দে দ্রুত ছড়িয়ে দেয়। এটি SA নোড থেকে AV নোডের দিকে উদ্দীপনা প্রবাহ পথের একটি অংশ, যা উভয় অলিন্দের সুসংগত সংকোচন নিশ্চিত করে।
৪৩. নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা থাকে না?
(A) অ্যান্থোজোয়া
(B) হাইড্রোজোয়া
(C) স্কাইফোজোয়া
(D) ক্যালকেরিয়া
সঠিক উত্তর: (A) অ্যান্থোজোয়া
ব্যাখ্যা: নিডারিয়া পর্বের অ্যান্থোজোয়া (Anthozoa) শ্রেণীর (যেমন – প্রবাল, সি অ্যানিমোন) প্রাণীদের জীবনচক্রে শুধুমাত্র পলিপ দশা বর্তমান, মেডুসা দশা অনুপস্থিত। স্কাইফোজোয়াতে মেডুসা দশা প্রধান।
৪৪. বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে –
(A) অ্যাসটিগম্যাটিজম
(B) প্রেসবায়োপিয়া
(C) ক্যাটারাক্ট
(D) মায়োপিয়া
সঠিক উত্তর: (B) প্রেসবায়োপিয়া
ব্যাখ্যা: প্রেসবায়োপিয়া (Presbyopia) বা চালশে হলো বয়সজনিত দৃষ্টির ত্রুটি যেখানে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় উপযোজন বা অভিযোজন ক্ষমতা হ্রাস পায় এবং কাছের জিনিস দেখতে অসুবিধা হয়।
৪৫. হিউমোরাল অনাক্রম্যতা সম্পূর্ণ হয়-
(A) T কোশ
(B) B কোশ
(C) NK কোশ
(D) প্লাজমা কোশ
সঠিক উত্তর: (B) B কোশ
ব্যাখ্যা: হিউমোরাল বা রসনির্ভর অনাক্রম্যতা (Humoral immunity) মূলত B-লিম্ফোসাইট বা B কোশ দ্বারা নিয়ন্ত্রিত। B কোশ অ্যান্টিবডি তৈরি করে যা দেহরসের মাধ্যমে রোগজীবাণুকে প্রতিরোধ করে।
৪৬. স্বাভাবিক প্রশ্বাসের পর বলপ্রযুক্ত প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা যায়, তাকে বলে –
(A) সংরক্ষিত নিশ্বাসবায়ুর পরিমাণ (ERV)
(B) সংরক্ষিত প্রশ্বাসবায়ুর পরিমাণ (IRV)
(C) কার্যকরী অবশিষ্ট ধারকত্ব (FRC)
(D) অবশিষ্ট বায়ুর পরিমাণ (RV)
সঠিক উত্তর: (B) সংরক্ষিত প্রশ্বাসবায়ুর পরিমাণ (IRV)
ব্যাখ্যা: সংরক্ষিত প্রশ্বাসবায়ুর পরিমাণ বা Inspiratory Reserve Volume (IRV) হলো সেই অতিরিক্ত বায়ুর পরিমাণ, যা স্বাভাবিক প্রশ্বাসের পর বলপূর্বক সর্বোচ্চ চেষ্টা করে ফুসফুসে গ্রহণ করা যায়।
৪৭. জরায়ুজ অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদে দেখা যায়, তা হল –
(A) লবণাম্বু উদ্ভিদ
(B) জাঙ্গল উদ্ভিদ
(C) পরাশ্রয়ী উদ্ভিদ
(D) জলজ উদ্ভিদ
সঠিক উত্তর: (A) লবণাম্বু উদ্ভিদ
ব্যাখ্যা: জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরি (Vivipary) লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের (Halophytes) একটি বিশেষ অভিযোজন। এক্ষেত্রে মাতৃ উদ্ভিদে ফল থাকাকালীনই ফলের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ সৃষ্টি হয়।
৪৮. যখন এক-গর্ভপত্রী ও এক-প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয়, তখন সেই অমরাবিন্যাসটিকে বলা হয় –
(A) প্রান্তীয় অমরাবিন্যাস
(B) বহুপ্রান্তীয় অমরাবিন্যাস
(C) অক্ষীয় অমরাবিন্যাস
(D) মূলীয় অমরাবিন্যাস
সঠিক উত্তর: (A) প্রান্তীয় অমরাবিন্যাস
ব্যাখ্যা: প্রান্তীয় বা মার্জিনাল প্লাসেন্টেশন (Marginal placentation) এক-গর্ভপত্রী ডিম্বাশয়ের বৈশিষ্ট্য (যেমন মটরশুঁটি), যেখানে অঙ্কীয় সন্ধি বরাবর অমরা গঠিত হয়।
৪৯. উৎসেচকের সক্রিয়তার ওপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হল –
(A) যৌগকের গাঢ়ত্ব
(B) বিক্রিয়ালব্ধ পদার্থের গাঢ়ত্ব
(C) মাধ্যমের pH
(D) মাধ্যমের অসমোলারিটি
সঠিক উত্তর: (D) মাধ্যমের অসমোলারিটি
ব্যাখ্যা: উৎসেচকের সক্রিয়তা তাপমাত্রা, pH, যৌগকের (substrate) গাঢ়ত্ব ইত্যাদির উপর নির্ভরশীল। কিন্তু মাধ্যমের অসমোলারিটি বা অভিস্রবণীয় চাপ সরাসরি উৎসেচকের সক্রিয়তাকে প্রভাবিত করে না।
৫০. যে অণুজীবের দ্বারা নাইট্রোজেন বিমুক্তিকরণ ঘটে, তা হল –
(A) Nitrosomonas
(B) Azotobacter
(C) Thiobacillus
(D) Rhizobium
সঠিক উত্তর: (C) Thiobacillus
ব্যাখ্যা: ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন বিমুক্তিকরণ প্রক্রিয়ায় Thiobacillus denitrificans এবং Pseudomonas-এর মতো ব্যাকটেরিয়া নাইট্রেটকে বিজারিত করে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনে পরিণত করে।
৫১. ফ্লেম কোশ পাওয়া যায় –
(A) অঙ্গুরীমাল
(B) কর্ডাটা
(C) পরিফেরা
(D) প্লাটিহেলমিনথিস
সঠিক উত্তর: (D) প্লাটিহেলমিনথিস
ব্যাখ্যা: ফ্লেম কোশ (Flame cell) হলো প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি পর্বের প্রাণীদের (যেমন – ফিতাকৃমি) প্রধান রেচন অঙ্গ।
৫২. পর্ব ‘পরিফেরা’-র শ্রেণিবিন্যাসের ভিত্তি হল –
(A) শাখাবিন্যাস
(B) প্রতিসমতা
(C) স্পিকিউলস
(D) জনন
সঠিক উত্তর: (C) স্পিকিউলস
ব্যাখ্যা: পরিফেরা বা স্পঞ্জদের শ্রেণিবিন্যাস মূলত তাদের কঙ্কাল গঠনকারী ক্ষুদ্র কাঁটার মতো স্পিকিউলস (spicules) বা স্পঞ্জিন তন্তুর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে করা হয়।
৫৩. মিশ্রখাদ্যের শ্বসন অনুপাত –
(A) 0.85
(B) 0.70
(C) 1.00
(D) 0.95
সঠিক উত্তর: (A) 0.85
ব্যাখ্যা: শ্বসন অনুপাত (R.Q.) হলো নির্গত CO 2 ও গৃহীত O2 -এর আয়তনের অনুপাত। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের R.Q. যথাক্রমে 1, 0.8 ও 0.7। সাধারণ মিশ্র খাদ্যের R.Q. এদের গড়, অর্থাৎ প্রায় 0.85 হয়।
৫৪. ফাইলোজেনেটিক শ্রেণিবিন্যাস পদ্ধতি যার ওপর ভিত্তি করে প্রস্তাবিত হয়েছে, তা হল –
(A) অঙ্গসংস্থান
(B) অভিব্যক্তির ধারা
(C) জননাঙ্গের বৈশিষ্ট্য
(D) বীজের গঠন
সঠিক উত্তর: (B) অভিব্যক্তির ধারা
ব্যাখ্যা: ফাইলোজেনেটিক (Phylogenetic) শ্রেণিবিন্যাস জীবের জাতিজনি বা অভিব্যক্তির ইতিহাস (evolutionary history) এবং তাদের মধ্যেকার বংশগত সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
৫৫. নিম্নলিখিত কোনটি জীবসম্পদের in-situ সংরক্ষণের উদাহরণ?
(A) বটানিক্যাল গার্ডেন
(B) চিড়িয়াখানা
(C) প্রজনন ক্ষেত্র
(D) জাতীয় উদ্যান
সঠিক উত্তর: (D) জাতীয় উদ্যান
ব্যাখ্যা: In-situ বা স্ব-স্থানিক সংরক্ষণ হলো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে রেখে সংরক্ষণ করা। জাতীয় উদ্যান (National Park), অভয়ারণ্য ইত্যাদি হলো এর উদাহরণ। বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা হলো ex-situ বা অ-স্থানিক সংরক্ষণের উদাহরণ।
৫৬. নীচের কোনটি পেশীর সারকোটিউবিলার সিস্টেমের অংশ নয়?
(A) সারকোপ্লাজমিক রেটিকুলাম
(B) T-নালিকা
(C) প্রান্তীয় সিস্টার্ন
(D) এপিমাইসিয়াম
সঠিক উত্তর: (D) এপিমাইসিয়াম
ব্যাখ্যা: সারকোটিউবিলার সিস্টেম পেশী কোশের অভ্যন্তরে অবস্থিত এবং এটি সারকোপ্লাজমিক রেটিকুলাম ও T-নালিকা নিয়ে গঠিত। এপিমাইসিয়াম (Epimysium) হলো একটি যোজক কলার আবরণ যা সমগ্র পেশীটিকে বাইরে থেকে ঢেকে রাখে, এটি সিস্টেমের অংশ নয়।
৫৭. থাইরয়েডের স্বল্পসক্রিয়তা থেকে শিশুদের যে রোগ হয় –
(A) মিক্সিডিমা
(B) গলগণ্ড
(C) ক্রেটিনিজম
(D) অ্যাক্রোমেগালি
সঠিক উত্তর: (C) ক্রেটিনিজম
ব্যাখ্যা: শৈশবাবস্থায় থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তার (hypothyroidism) জন্য থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। এই অবস্থাকে ক্রেটিনিজম (Cretinism) বলে।
৫৮. জীববৈচিত্র্য হ্রাসের কারণ হল –
(A) বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ
(B) অতিরিক্ত ব্যবহার
(C) সমবিলুপ্তি
(D) বহিরাগত প্রজাতির আগমন
সঠিক উত্তর: (A) বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ
৫৯. মাইক্রোফাইব্রিল বা অণুতন্তু যা দিয়ে তৈরি, তা হল –
(A) (1→3) β-D গ্লুকান শৃঙ্খল
(B) (1→4) β-D গ্লুকান শৃঙ্খল
(C) α-L অ্যারাবিনোজ
(D) β-D গ্যালাকটোজ
সঠিক উত্তর: (B) (1→4) β-D গ্লুকান শৃঙ্খল
ব্যাখ্যা: উদ্ভিদ কোশপ্রাচীরের মূল উপাদান সেলুলোজ, যা বহুসংখ্যক β-D গ্লুকোজ অণুর (1→4) গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে গঠিত একটি পলিস্যাকারাইড। এই সেলুলোজ শৃঙ্খলগুলি একত্রিত হয়ে মাইক্রোফাইব্রিল তৈরি করে।
৬০. কোন ধরনের উদ্ভিদে সাধারণত CAM সালোকসংশ্লেষ দেখা যায়?
(A) জলজ উদ্ভিদ
(B) পরাশ্রয়ী উদ্ভিদ
(C) জাঙ্গল উদ্ভিদ
(D) লবণাম্বু উদ্ভিদ
সঠিক উত্তর: (C) জাঙ্গল উদ্ভিদ
ব্যাখ্যা: CAM (Crassulacean Acid Metabolism) সালোকসংশ্লেষ সাধারণত শুষ্ক পরিবেশের উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদের (Xerophytes) মধ্যে দেখা যায়, যেমন – ক্যাকটাস, পাথরকুচি। এটি জলের অপচয় রোধ করার একটি বিশেষ অভিযোজন।
Table of Contents
WBSSC Group C 2025: পরীক্ষার সিলেবাস, যোগ্যতা, প্যাটার্ন ও বেতন বিস্তারিত