WBSSC Assistant Teacher Recruitment 2025: যোগ্যতা, আবেদন পদ্ধতি, ফি, পরীক্ষার সময়সূচী ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা

২০২৫ সালের ৩০শে মে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২য় রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদনকারীরা ১৬ জুন থেকে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পোস্টে নিয়োগের সকল গুরুত্বপূর্ণ তথ্য, যোগ্যতা, আবেদন পদ্ধতি, ফি, ও পরীক্ষার সময়সূচী বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

WBSSC Assistant Teacher Recruitment 2025

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2nd SLST 2025-এর মাধ্যমে সরকারি অনুদানপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করে ১৬ জুন থেকে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বর ২০২৫-এর প্রথম সপ্তাহে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা এই পোস্টে দেওয়া হয়েছে।

WBSSC Assistant Teacher Recruitment Notification

2nd SLST 2025 সুপ্রিম কোর্টের নির্দেশনা

মাননীয় সুপ্রিম কোর্টের সিভিল আপিল নং ৪৮০০/২০২৪ তারিখ ৩রা এপ্রিল, ২০২৫ এর রায় এবং ১৭.০৪.২৫ তারিখের এমএ নং ৭০৯/২০২৫ এর আদেশের আলোকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদে এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে নতুন নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে1। কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে ইতিমধ্যে রিভিউ আবেদন করেছে এবং এই সমগ্র প্রক্রিয়াটি রিভিউ পিটিশনের ফলাফল এবং মাননীয় আদালতের নির্দেশিকা সাপেক্ষে পরিচালিত হবে1।

2nd SLST 2025 পরীক্ষার যোগ্যতা এবং প্রাথমিক শর্তাবলী

মৌলিক যোগ্যতার মানদণ্ড

কেবলমাত্র ভারতের নাগরিকরাই সরকারি অনুদানপ্রাপ্ত/স্পন্সর্ড মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষক (নবম ও দশম শ্রেণী) এবং সহকারী শিক্ষক (একাদশ ও দ্বাদশ শ্রেণী) পদের জন্য আবেদন করতে পারবেন। 

নিয়মাবলী ২০২৫-এ নির্ধারিত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন যোগ্য প্রার্থীরা কেবলমাত্র পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.westbengalssc.com) এর মাধ্যমে অনলাইনে (অন্য কোনো মাধ্যমে নয়) আবেদন করতে পারবেন।

যোগ্যতা

নবম-দশম শ্রেণীর সহকারী শিক্ষকের জন্য:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, কমপক্ষে ৫০% নম্বর সহ, এবং এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এড., অথবা ৪ বছরের বি.এ. এড./বি.এসসি. এড.
  • বয়স: ন্যূনতম ২১ বছর, সর্বাধিক ৪০ বছর (তফসিলি জাতি/উপজাতি, ওবিসি, এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স শিথিলতা আছে)।

একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য:

  • স্নাতকোত্তর ডিগ্রি, কমপক্ষে ৫০% নম্বর সহ, এবং বি.এড. বা বি.এ. এড./বি.এসসি. এড.
  • বয়সসীমা একই, শিথিলতার সুবিধা সংরক্ষিত বিভাগের জন্য আছে।

2nd SLST 2025 আবেদনের সময়সূচী এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ

সময়সূচী

নিচের টেবিলে সময়সূচী দেওয়া হলো:

ক্রমকার্যক্রমতারিখ/সময়
১.অনলাইন আবেদন শুরু১৬ জুন, ২০২৫ (সন্ধ্যা ৫টা)
২.আবেদন গ্রহণের শেষ১৪ জুলাই, ২০৫৫ (সন্ধ্যা ৫টা)
৩.ফি জমা দেওয়ার শেষ তারিখ১৪ জুলাই, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট)
৪.লিখিত পরীক্ষার অনুমানিত তারিখসেপ্টেম্বর, ২০২৫-এর প্রথম সপ্তাহ
৫.ফলাফল প্রকাশের অনুমানিত তারিখঅক্টোবর, ২০২৫-এর চতুর্থ সপ্তাহ
৬.সাক্ষাৎকার (অনুমানিত)নভেম্বরের প্রথম-তৃতীয় সপ্তাহ
৭.প্যানেল প্রকাশ২৪.১১.২০২৫
৮.কাউন্সেলিং এবং সুপারিশ শুরু২৯.১১.২০২৫

2nd SLST 2025 পরীক্ষার নম্বর বিভাজন

2025 সালে প্রকাশিত গেজেট অনুযায়ী নম্বর বিভাজন নিম্নরূপ:-

নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদে

নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদে কেন্দ্রীয় কমিশন কর্তৃক নির্ধারিত লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা, মৌখিক সাক্ষাৎকার এবং বক্তৃতা প্রদর্শনের ভিত্তিতে নিম্নলিখিত পদ্ধতিতে নির্বাচন করা হবে:

(১) লিখিত পরীক্ষা (MCQ-ভিত্তিক): ৬০ নম্বর

(২) শিক্ষাগত যোগ্যতা: ১০ নম্বর

[নিম্নলিখিত সূত্র অনুসারে, যে বিষয়ে আবেদন করা হয়েছে, সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের যে নম্বর বেশি, তার উপর ভিত্তি করে:

Percentage obtainedMerit Score
60% and above10 marks
Below 60% to 50%8 marks
Below 50% 6 marks

(খ) পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা: ১০ নম্বর

[সরকারি বা সরকারী সাহায্যপ্রাপ্ত বা সরকারী স্পনসরকৃত স্কুলে মাধ্যমিক স্তরে, একটি গুরুত্বপূর্ণ পদে (স্থায়ী বা চুক্তিভিত্তিক) প্রতি বছরের চাকরির জন্য ২ নম্বরের ভিত্তিতে গণনা করা হয়]

(৩) মৌখিক সাক্ষাৎকার: ১০ নম্বর

(৪) বক্তৃতা প্রদর্শন: ১০ নম্বর

[সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিতি বাধ্যতামূলক]

একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক 

একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে নির্বাচন কেন্দ্রীয় কমিশন কর্তৃক নির্ধারিত লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা, মৌখিক সাক্ষাৎকার এবং বক্তৃতা প্রদর্শনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নলিখিত পদ্ধতিতে করা হবে:

  1. (১) লিখিত পরীক্ষা (MCQ-ভিত্তিক): ৬০ নম্বর
  2. (২) শিক্ষাগত যোগ্যতা: ১০ নম্বর

[নিম্নলিখিত সূত্র অনুসারে, যে বিষয়ে আবেদন করা হয়েছে, সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের যে নম্বর বেশি, তার উপর ভিত্তি করে:

Percentage obtainedMerit Score
60% and above10 marks
Below 60% to 50%8 marks
Below 50% 6 marks
  1. শতাংশের কোনও রাউন্ড অফ অনুমোদিত নয়] পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা: ১০ নম্বর
  2. [সরকারি বা সরকারী সাহায্যপ্রাপ্ত বা সরকারী স্পনসরকৃত স্কুলে মাধ্যমিক স্তরে, একটি গুরুত্বপূর্ণ পদে (স্থায়ী বা চুক্তিভিত্তিক) প্রতি বছরের চাকরির জন্য ২ নম্বরের ভিত্তিতে গণনা করা হয়]
  3. মৌখিক সাক্ষাৎকার: ১০ নম্বর
  4. বক্তৃতা প্রদর্শন: ১০ নম্বর
  5. [সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিতি বাধ্যতামূলক]

2nd SLST 2025 আবেদন প্রক্রিয়া

আবেদন কেবলমাত্র অনলাইনে জমা দেওয়া যাবে, অন্য কোনো উপায়ে নয়, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com এর মাধ্যমে। আবেদনের সময়সূচী নিম্নরূপ:

  • শুরু: ১৬ জুন, ২০২৫ (সন্ধ্যা ৫টা)
  • শেষ: ১৪ জুলাই, ২০২৫ (সন্ধ্যা ৫টা)
  • আবেদন ফিরিয়ে নেওয়ার শেষ তারিখ: ১৪ জুলাই, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট)

ফি অনলাইনে দিতে হবে, এবং বিস্তারিত তথ্য আবেদন শুরু হওয়ার আগে তথ্য ব্রোশিওরে দেওয়া হবে।

Admit Card প্রকাশের সময়সূচী

লিখিত পরীক্ষার আনুমানিক সময় সেপ্টেম্বর ২০২৫ এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং সঠিক তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তি দ্বারা জানানো হবে। SLST এর Admit Card অফিসিয়াল ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে পাওয়া যাবে এবং প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে তা ডাউনলোড করতে। Admit Card ডাউনলোডের তারিখ যথা সময়ে ঘোষণা করা হবে, তবে পরীক্ষার তারিখের কমপক্ষে সাত (০৭) দিন পূর্বে।

2nd SLST 2025 পরীক্ষার ফি

পরীক্ষার ফি নিম্নরূপ:

ক্রম নংপদের নামসাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্যএসসি/এসটি/পিএইচ প্রার্থীদের জন্য
১.এটি (নবম-দশম শ্রেণী/মাধ্যমিক)টাকা ৫০০/-টাকা ২০০/-
২.এটি (একাদশ-দ্বাদশ শ্রেণী/উচ্চ মাধ্যমিক)টাকা ৫০০/-টাকা ২০০/-

2nd SLST 2025 শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা

নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষকদের জন্য যোগ্যতা

নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা হল: 

  • (ক) স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো একটিতে কমপক্ষে ৫০% নম্বরসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (বা তার সমতুল্য) এবং জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষায় স্নাতক (বি.এড.) অথবা 
  • (খ) জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে ৪ বছরের বি.এ. এড/বি.এসসি. এড ডিগ্রি। 
  • বয়স সীমা ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। তবে তফসিলি জাতি/তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য ঊর্ধ্ব বয়স সীমায় ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ৩ বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮ বছর ছাড় প্রদান করা হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকদের জন্য যোগ্যতা

একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা হল: 

  • (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বরসহ স্নাতকোত্তর (বা তার সমতুল্য) এবং জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষায় স্নাতক (বি.এড.) অথবা 
  • (খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বরসহ স্নাতকোত্তর (বা তার সমতুল্য) এবং এনসিটিই স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে বি.এ. এড/বি.এসসি. এড। 
  • বয়স সীমা ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। তফসিলি জাতি/তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য ঊর্ধ্ব বয়স সীমায় ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ৩ বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৮ বছর ছাড় প্রদান করা হবে।

2nd SLST 2025 শিক্ষার মাধ্যম এবং বিশেষ নির্দেশনা

নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থী যিনি বাংলা বা ইংরেজি বা হিন্দি বা নেপালি বা ওড়িয়া বা সাঁওতালি বা তেলুগু বা উর্দু শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণকারী বিদ্যালয়ে চাকরি করতে চান, তাকে অবশ্যই নিয়মাবলী ২০২৫-এ বিশেষভাবে নির্ধারিত উপযুক্ত স্তরের পরীক্ষায় বাংলা বা ইংরেজি বা হিন্দি বা নেপালি বা ওড়িয়া বা সাঁওতালি বা তেলুগু বা উর্দু বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

2nd SLST 2025 নির্বাচন প্রক্রিয়া এবং মূল্যায়ন পদ্ধতি

সহকারী শিক্ষক পদে নির্বাচনের পদ্ধতি

  • নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে নির্বাচন লিখিত পরীক্ষা, প্রার্থীদের যোগ্যতার মূল্যায়ন, এবং মৌখিক সাক্ষাৎকার ও বক্তৃতা প্রদর্শনের ভিত্তিতে করা হবে, যা কমিশন নিয়মাবলী ২০২৫-এ নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারণ করবে। 
  • প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলায় প্রস্তুত করা হবে। ভাষার প্রশ্নপত্রে একই ভাষায় প্রশ্ন থাকবে এবং সংস্কৃতের ক্ষেত্রে বাংলায় হবে। প্রার্থীরা সহকারী শিক্ষক (নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ) পদের জন্য যে কোনো একটি শিক্ষার মাধ্যমে আবেদন করতে পারবেন।

2nd SLST 2025 প্যানেল প্রস্তুতি এবং মেরিট তালিকা

লিখিত পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্রের মূল্যায়নের পর, কেন্দ্রীয় কমিশন নিয়মাবলী ২০২৫ এর ভিত্তিতে প্রাথমিক মেরিট স্কোর অনুযায়ী বিভাগভিত্তিকভাবে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এমন সমস্ত প্রার্থীর বিবরণ প্রস্তুত করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে (সাক্ষাৎকার তালিকা)। কেন্দ্রীয় কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, একাডেমিক স্কোরের মূল্যায়ন এবং মৌখিক সাক্ষাৎকার ও বক্তৃতা প্রদর্শনের নম্বরের ভিত্তিতে নিয়মাবলী ২০২৫ অনুযায়ী বিষয়ভিত্তিক, মাধ্যমভিত্তিক, লিঙ্গভিত্তিক এবং বিভাগভিত্তিক প্রার্থীদের মেরিট তালিকা প্রস্তুত ও প্রকাশ করবে।

বিশেষ নিয়মাবলী এবং সীমাবদ্ধতা

  • পুরুষ প্রার্থীরা কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য যোগ্য হবেন না। 
  • বেতন স্কেল বর্তমান রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। 
  • সকল আবেদনকারীকে অবশ্যই তাদের ফর্ম সতর্কতার সাথে জমা দিতে হবে, কারণ অনলাইন আবেদন ফর্ম চূড়ান্তভাবে জমা দেওয়ার পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। 
  • বিষয়ের সমতুল্যতা সংক্রান্ত তথ্য এবং কীভাবে আবেদন/পেমেন্ট করতে হবে সে সংক্রান্ত তথ্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর পূর্বে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং নির্দেশাবলী

  • ক) সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সরকৃত স্কুলে নবম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার আগে তার যোগ্যতা সম্পর্কে নিজেকে নিশ্চিত করতে হবে এবং যদি তিনি ‘প্রদত্ত যোগ্যতার মানদণ্ড’ অনুসারে আবেদন করার যোগ্য না হন তবে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
  • খ) যদি কোনও প্রার্থীকে রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তবে এর অর্থ এই নয় যে প্রার্থীর যোগ্যতা চূড়ান্তভাবে যাচাই করা হয়েছে।
  • গ) নির্বাচন প্রার্থীর নিয়োগের জন্য কোনও অধিকার ন্যস্ত করে না।
  • ঘ) যোগ্য প্রার্থীর যোগ্যতা কমিশন কর্তৃক চূড়ান্ত কাউন্সেলিং পর্যায় পর্যন্ত যেকোনো সময় যাচাই করা হবে এবং তারপর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যেকোনো সময় যাচাই করা হবে।
  • ঙ) পরীক্ষা/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনও টিএ/ডিএ প্রদান করা হবে না।

গুরুত্বপূর্ণ নোট:

(i) ২০২৫ সালের নির্দেশাবলী এবং নিয়মাবলী মেনে না চলা প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হবে।

(ii) প্রার্থীকে তার মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের বোর্ড পরীক্ষার সার্টিফিকেট অনুসারে তার বিবরণ, যেমন নাম, পিতার নাম/মাতার নাম এবং জন্ম তারিখ লিখতে হবে।

(iii) অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে, আর কোনও সংশোধনের অনুমতি দেওয়া হবে না বলে প্রতিটি প্রার্থীকে তাদের ফর্ম সাবধানে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

(iv) প্রার্থীদের সহায়তার জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করার আগে কমিশন ওয়েবসাইট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের হেল্পলাইন নম্বরের বিবরণ যথাযথভাবে অবহিত করবে।

Download 2nd SLST 2025 Notification Click Here

WBSSC Group C Question Paper 2017 in Bengali PDF Click Here

WB Upper Primary Tet Syllabus 2026: পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা, সিলেকশন পদ্ধতি ও নমুনা প্রশ্ন Click Here

WB Upper Primary Tet 2016 Question Paper Download

WBSSC Group C 2025: পরীক্ষার সিলেবাস, যোগ্যতা, প্যাটার্ন ও বেতন বিস্তারিত Click Here

Table of Contents

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top